নোয়াখালীতে চুকবল
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তারুণ্যের উৎসব ২০২৫ পালন উপলক্ষ্যে আজ (শনিবার) নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামের জিমনেসিয়ামে তারুণ্যর উৎসব চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী জেলার স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চুকবল প্রশিক্ষণ কর্মসূচি হবে। কর্মসূচি শেষে অংশগ্রহণকারী স্কুলগুলোকে নিয়ে তারুণ্যর উৎসব স্কুল চুকবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হবে।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের এডহক কমিটির সদস্য রায়হান উদ্দিন রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নুরুল আমিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকবল সংগঠক সরোয়ার আলম চৌধুরী মনি। এছাড়া উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ইকবাল বাহার আজাদ, বাংলাদেশ জাতীয় চুকবল দলের খেলোয়াড় ও কোর্সটির প্রশিক্ষক আজিজুল হাকিম মুন্না।
আর অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শারীরিক শিক্ষা শিক্ষক মুকুন্দ চন্দ্র দাশ, মোঃ জিয়াউল হায়দার উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের এডহক কমিটির সদস্য সাইফুল্লাহ্ মুনীর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চুকবল একটি দলভিত্তিক খেলা যা শারীরিক সক্ষমতা, মানসিক একাগ্রতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। এ ধরনের প্রশিক্ষণ তরুনদের নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি ইতিবাচক বিনোদনের সুযোগ সৃষ্টি করবে।
উল্লেখ্য তারুণ্যের উৎসব ২০২৫ পালন উপলক্ষ্যে বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় চুকবল প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিবিধ কর্মসূচি পালিত হচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















