প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শুক্রবার রাতে। তবে মাঠের লড়াই শুরু হয়েছে দুই দিন আগে থেকেই। বাংলাদেশের হয়ে বৃহস্পতিবার প্রথম দিনেই নেমেছিলেন আরচার সাগর ইসলাম। আজ ১০ মিটার পুরুষ এয়ার রাইফেল ইভেন্টে খেলবেন আরেক বাংলাদেশি রবিউল ইসলাম।
ভিন্ন শহরে চলছে শুটিং ডিসিপ্লিনের খেলা। প্যারিস থেকে শুটিংয়ের ভেন্যু সাথিউরক্সের দূরত্ব একশ কিলোমিটারের বেশি। সেখানে আলাদা ছোট একটি ভিলেজ গড়ে উঠেছে। সেই ভিলেজে অবস্থান করছেন রবিউল ও তার ইরানি কোচ। অবশ্য বাংলাদেশের অন্য অ্যাথলেটরা থাকছেন প্যারিসের গেমস ভিলেজেই।
প্যারিস অলিম্পিকে বাংলাদেশের মাত্র পাঁচজন ক্রীড়াবিদ খেলছেন। উদ্বোধনের আগের দিন মাঠে নেমেছিলেন আরচার সাগর ইসলাম। যেখানে রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টের র্যাংকিং রাউন্ডে ৪৫তম হয়েছেন তিনি। ৩১ জুলাই ১/৩২ স্টেজে ইতালির মাউরো নাসপলির বিপক্ষে নামবেন তিনি।
বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ফ্রি স্টাইলে অংশ নেবেন এর কয়েক ঘণ্টা পরেই। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের আরেক ক্রীড়াবিদ ইমরানুর রহমান।