এবারই প্রথম যুব বিশ্বকাপ হকিতে (জুনিয়র বিশ্বকাপ) অংশ নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। দুটিতে হেরে ও একটি ড্র করে গ্রুপ পর্ব পেরোতে পারেনি বাংলাদেশের যুবারা। তবে নিজেদের চেয়ে শক্তিধর অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত খেলেছে। আজ চেন্নাইয়ে ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।
বাংলাদেশ গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছে কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করার সুবাদে। তাই পরবর্তী রাউন্ডে খেলতে পারছে না বাংলাদেশের যুবারা। তবে এবার স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। যুব বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই বাংলাদেশের তরুণ হকি খেলোয়াড়রা পরাশক্তিদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেছে।

আজ শেষ গ্রুপ ম্যাচে গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশের যুবারা। অথচ খেলার এক পর্যায়ে বিশ্বকাপে নবীন বাংলাদেশ সমতাও এনেছিল। চেন্নাইয়ের রাধাকৃষ্ণ স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে ৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ফ্রান্স লিড নেয় ১-০ গোলে।
সেই কোয়ার্টারে আর ফ্রান্স গোল করতে পারেনি। ২৭ মিনিটে আব্দুল্লাহ ফিল্ড গোল করে বাংলাদেশকে সমতা এনে দেন। ১-১ স্কোরলাইন নিয়ে দুই দল ড্রেসিংরুমে ফিরেছে মধ্য বিরতিতে। তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই ফ্রান্স আবার এগিয়ে যায় (২-১)। এর ৬ মিনিট পর আরেকটি গোল করে ফ্রান্স ব্যবধান বাড়িয়ে করে ৩-১।
চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ গোলের জন্য মরিয়া ছিল। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ফেরে (৩-২)। বাকি ৬ মিনিট বাংলাদেশ সমতা আনার তীব্র প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সের লক্ষ্য ছিল আরেক গোল করে জয় সুনিশ্চিত করা। শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

তিন ম্যাচে বাংলাদেশ ৮টি গোল করেছে, যার মধ্যে দুটি হ্যাটট্রিকসহ ৭টি একাই করেছেন আমিরুল ইসলাম। দুই ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলে হার ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলের ড্র ম্যাচে হ্যাটট্রিক করেন আমিরুল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















