গুলিটা যেন ঠিক কানের পাশ দিয়েই গেলো। চলমান ব্রিসব্যান টেস্টে অল্পের জন্য ফলো অনের হাত থেকে বেঁচে গেলো ভারত। প্যাট কামিন্সের করা অফ স্টাম্পের বাইরের বলটিকে গালি ফিল্ডারের মাথার ওপর দিয়ে সীমানা ছাড়া করলেন আকাশ দীপ। আর তাতেই ভারত পার হল ফলো-অন। ভিডিওতে দেখা গেলো প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে বিরাট কোহলির হাই ফাইভ।
টেস্টের গত দিনগুলোর মতো আজও ব্রিসবেন টেস্টে আঘাত হেনেছে বেরসিক বৃষ্টি। তবুও নিয়মিত বিরতিতে খেলা হয়েছে ৫৭.৫ ওভার। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে একটা পর্যায়ে ফলোঅনের আশঙ্কা তৈরি হয়। দলকে ধ্বংসের হাত থেকে ফেরান রবীন্দ্র জাদেজা। তার করা ফিফটিতে বেঁচে গেছে ভারত। এমনকি ফিফটি করার পর জাদেজাকে তার চিরাচরিত ভঙ্গিতে সেলিব্রেশনও করতে দেখা যায়। চতুর্থ দিনের খেলা শেষে হাতে ১ উইকেট নিয়ে এখনো সফরকারী ভারত পিছিয়ে আছে ১৯৩ রানে।

প্রথম ইনিংসের তৃতীয় দিনে ১৭ ওভার খেলে ৪ উইকেটে ৫১ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। ২৪তম ওভারে এসেই রোহিত শর্মাকে আউট করেন প্যাট কামিন্স। এরপর সাত নম্বরে নামেন জাদেজা। ষষ্ঠ উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ১১৫ বলে ৬৭ রানের জুটি গড়েন জাদেজা। ৪৩তম ওভারে রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন নাথান লায়ন। ওপেনার রাহুল করেন ৮৪ রান।
এরপর সপ্তম উইকেটে নীতিশ কুমার রেড্ডির সঙ্গে ১০৪ বলে ৫৩ রানের জুটি গড়েন জাদেজা। এই জুটিতেই জাদেজা টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নেন। ৬০তম ওভারের পঞ্চম বলে রেড্ডিকে বোল্ড করে জুটি ভাঙেন কামিন্স। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত রেড্ডি এই ম্যাচে ৬১ বলে করেন ১৬ রান। রেড্ডির বিদায়ের পর ৬৬তম ওভারে আউট হয় জাদেজা। করেন ৭৮ রান।
ফলোঅন এড়াতে তখনও ভারতের প্রয়োজন ৩৩ রান। দশম উইকেটে এই ৩৩ রানের অসাধ্য সাধন করে আকাশ দীপ ও জসপ্রীত বুমরা। দুজনে মিলে ৫৪ বলে ৩৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন আর তাতেই ফলো অন পার হয় ভারত।
সামনে পঞ্চম দিন। দারুণ কোন ম্যাজিক অপেক্ষা করছে কিনা ক্রিকেট বিশ্বের জন্য তাই দেখতে আগ্রহী হয়ে আছে ক্রিকেটপাড়া।