বাংলাদেশ ফুটসালে ইতিহাস গড়ার প্রথম ধাপে চুক্তি করেছে একজন অভিজ্ঞ বিদেশি কোচের সঙ্গে। ইরানের সাঈদ খোদারাহমি হচ্ছেন দেশের ফুটসাল জাতীয় দলের প্রথম হেড কোচ। ৫৯ বছর বয়সী এই কোচ আগামী সপ্তাহেই ঢাকায় এসে দলের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করেছেন বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান।
সাঈদ খোদারাহমি এএফসির স্বীকৃত ফুটসাল ইন্সট্রাকটর হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি মিয়ানমারের জাতীয় ফুটসাল দলের (পুরুষ ও নারী) কোচের দায়িত্ব পালন করেন। এছাড়াও ফুটসালের ওপর তার একাধিক গবেষণালেখা ও বই রয়েছে, যা তাকে আরও সমৃদ্ধ করেছে।
‘সাঈদকে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ ফুটসালের বাছাই পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে,’ জানান ইমরানুর রহমান। বাছাইয়ের আগে বাংলাদেশ একটি উন্মুক্ত ট্রায়াল আয়োজন করেছিল, যেখানে ৬৫০ জনের মধ্য থেকে ৫৩ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। ইরানি কোচ আসার পর হবে আরেক দফা বাছাই, যার পর গঠিত হবে চূড়ান্ত স্কোয়াড—১৪ জন খেলোয়াড়কে নিয়ে।
বাংলাদেশ কখনো ফুটসালের আন্তর্জাতিক পুরুষ প্রতিযোগিতায় অংশ নেয়নি, ফলে এই আয়োজন দেশের ফুটবলের জন্য এক নতুন অধ্যায়। ফুটসালের হেড কোচ হতে প্রয়োজনীয় এএফসি লেভেল ৩ সনদ বাংলাদেশের কারো না থাকায় বাফুফে বিদেশি কোচ নিয়োগে বাধ্য হয়েছে।
ফুটবলে ইরানী কোচদের ঐতিহ্য রয়েছে। কিংবদন্তি নাসির হেজাজী যেমন ঢাকার ক্লাব ও জাতীয় দলে কাজ করেছিলেন, এবার সেই ধারাবাহিকতায় ফুটসালেও নতুন ইরানী অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














