শুরুতে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছে খুলনা। নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছে খুলনা টাইগার্স। দলের হয়ে ৫ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ২৭ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মোহাম্মদ নাঈম। ২ বাউন্ডারি ও ২ ছক্কায় ২৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন আফিফ হোসাইন।

খুলনার হয়ে টপ অর্ডারের ৪ ব্যাটারই ভালো রান করেছেন। ২ অঙ্কের ঘর পার হয়েছেন ৭ জনের মধ্যে ৬ জনই। ১৫ বলে ২০ রানের ইনিংস খেলেছেন অ্যালেক্স রস। ১ চার ও ৩ ছক্কার সাথে ১৮ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এছাড়া ২ চার ও ৩ ছক্কায় ১২ বলে ২৭ রানের হিটিং ব্যাটিং করেছেন উইকেটকিপার মাহিদুল ইসলাম অংকন যা দলকে বিশাল সংগ্রহে এনে দিয়েছে।
গত ম্যাচের মতো খুব অসাধারণ কিছু করে দেখাতে পারেনি বরিশালের বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ ৪ ওভারে ৪৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বোলার ফাহিম আশরাফ। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন জেমস ফুলার, মোহাম্মাদ নাবি ও এবাদত হোসাইন। ম্যাচে ৬ জনকে দিয়ে বোলিং করিয়েছেন অধিনায়ক তামিম। তবু রানের বন্যা থামাতে পারেননি। ১৮৮ রানের টার্গেটে ব্যাটিং করতে নামবে শেষ চার নিশ্চিত করা তামিমের বরিশাল।