বাংলাদেশকে ১৮২ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

সিরিজের প্রথম টি-টোয়েন্টি

আয়ারল্যান্ডের ব্যাটাররা দুর্দান্ত পারফর্ম্যান্স করেন

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ১৮২ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তোলে আইরিশরা। এটি বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বোচ্চ টি-টোয়েন্টি সংগ্রহ। হ্যারি টেক্টর ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন ৬৯ রানে।

টস জিতে আগে ফিল্ডিং বেছে নেয়ে বাংলাদেশ। শুরু থেকেই আয়ারল্যান্ডের ওপেনাররা বেশ চড়াও হয়ে খেলেছেন। এ কারণে ওপেনিং জুটিতে ২৬ বলেই ৪০ রান যোগ হয়েছে। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে তানজিম হাসান সাকিব ব্রেক থ্রু এনে দেন। পল স্টার্লিং ১৮ বলে ৪ বাউন্ডারিতে ২১ রান করে বিদায় নেন।

প্রথম উইকেট নিয়েছিলেন তানজিম হাসান সাকিব

পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেটে ৪৮ রান তুলেছে আয়ারল্যান্ড। ১১.৫ ওভারেই দলীয় রান একশ’ পেরিয়েছে তারা। তবে টিম টেক্টর ১৯ বলে ৬ চারে ৩২ রানে রিশাদ হোসেনের লেগস্পিনে সাজঘরে ফিরে গেছেন ততক্ষণে। দলীয় শতরানের কিছু পরেই লোরকান টাকার ১৪ বলে ২ চার, ১ ছয়ে ১৮ রান করে শরিফুল ইসলামের শিকার হন।

১০৫ রানে ৩ উইকেট হারালেও বড় সংগ্রহের ভিত পেয়ে যায় আইরিশরা। তাই রানের গতি বিন্দুমাত্র কমেনি। ইনিংসের প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৭৭ রান করলেও পরের ১০ ওভারে তাই ১০৪ রান করেছে তারা। তাই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাতে পেরেছে আয়ারল্যান্ড।

আইরিশদের এই সংগ্রহের পেছনে বড় অবদান হ্যারি টেক্টরের করা ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি। তিনি ৪৫ বলে ১ চার, ৫ ছক্কায় ক্যারিয়ারসেরা ৬৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া কার্টিস ক্যাম্ফার ১৭ বলে ৩ চার, ১ ছয়ে করেন ২৪ রান। শেষ ৫ ওভারেই আইরিশরা ৫৪ রান তোলে।

ক্যারিয়ারসেরা ৬৯ রানে অপরাজিত থাকেন হ্যারি টেক্টর

বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ২৩ রান দিলেও উইকেটশূন্য থাকেন। আর ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব শেষ ওভারে ১৭ রান খরচা করেন। তিনি ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার।

জিততে হলে দেশের মাটিতে রান তাড়ার নতুন রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। এর আগে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে ১৬৬ রানের টার্গেট পেরিয়ে ২ উইকেটে ১৭০ রান করে বাংলাদেশ। সেটাই টি-টোয়েন্টিতে দেশের মাটিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড বাংলাদেশ দলের।

Exit mobile version