বাংলাদেশের ‘মেসি’ সোহান এখন বিকেএসপিতে

বাংলাদেশের ‘মেসি’ খ্যাত সোহান

মাত্র ৬ বছর বয়সে দারুণ ফুটবলশৈলিতা ও ফুটবল নিয়ে নানা কসরত প্রদর্শন করে সবাইকে চমকিত করতে সক্ষম হয়েছে সোহান। এবার চাঁদপুরের এই খুদে ফুটবল প্রতিভাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বয়স কম হওয়াতে সোহানকে বিকেএসপির প্রমীলা হোস্টেলে রাখা হয়েছে ফুটবল বিভাগের কোচ আছিয়া খাতুনের তত্ত্বাবধানে।

আজ বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার চাঁদপুরের সোহানের বিকেএসপিতে আগমন সবার মধ্যে এক ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন সোহান ও সোহানের বাবার সাথে এবং পরিবারের খোঁজ-খবর নেন।

এরপর সোহান বিকেএসপি মাঠে দীর্ঘক্ষণ তার পায়ে-পিঠেসহ শরীরের বিভিন্ন অঙ্গে ফুটবল নিয়ন্ত্রণে দর্শকদের মুগ্ধ করে। মহাপরিচালক সোহানকে নিয়ে মাঠে তার ফুটবল নৈপুণ্য উপভোগ করেন এবং সোহানের সাথে বল নিয়ন্ত্রণের খেলায় মেতে উঠেন।

মহাপরিচালক সোহানকে পরীক্ষামূলক বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলেন এবং ভবিষ্যতে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণে অন্তর্ভুক্তির বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান। তিনি সোহানকে আগামীদিনের মেসি তৈরিতে বিকেএসপির সর্বাত্মক সহযোগিতার কথা বলেন। সোহানের বয়স কম হওয়ায় তার আবাসন বিকেএসপি প্রমীলা হোস্টেলে ব্যবস্থা করা হয়েছে।

সোহানের ফুটবলের ক্যারিশমা

বাবা মো. সোহেল প্রধানিয়া সোহানের স্বপ্নপূরণে বিকেএসপিতে আসতে পেরে মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি বিকেএসপিতে আসার সুযোগ করে দেয়ায় চাঁদপুরের উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনিকেও ধন্যবাদ জানান।

বাংলাদেশের মেসি খ্যাত সোহান ২০১৯ সালের ২২ আগস্ট চাঁদপুর জেলার উত্তর মতলবের সাড়েপাঁচানী গ্রামে জন্মগ্রহণ করে। জন্মের পর থেকে যখন সোহান কিছু বুঝতে শুরু করে তখন থেকে ফুটবলে জাদুকরী খেলায় গ্রামবাসীকে মাতিয়ে রাখে। এক পর্যায়ে এ খবর মতলব উত্তর থানার সবখানে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় সে বিকেএসপিতে আসে। ভবিষ্যতে সোহান বড় মাপের ফুটবল খেলোয়াড় হবে এটাই সবার আশা।

Exit mobile version