রোমাঞ্চকর জয় বাংলাদেশি যুবাদের
জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কিন্তু দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর টানা দুটি ওয়ানডেতে সফরকারী আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের কাছে হেরে সিরিজ খোয়ানোর শঙ্কায় পড়ে স্বাগতিক যুবারা। তবে আজ রাজশাহীতে পঞ্চম ও শেষ ওয়ানডেতে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে ২ উইকেটে জিতেছে বাংলাদেশের যুবারা। ফলে সিরিজ ড্র হয়েছে ২-২ সমতায়।
টস জিতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ আগে ব্যাটিংয়ে নেমে ৩১ রানেই ২ উইকেট হারায়। তবে তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি পায় তারা। কিন্তু এরপর আর কোনো জুটিই বড় হয়নি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রান করতে সক্ষম হয় আফগান যুবারা।
ওসমান সাদাত ১০৬ বলে ৭ চারে সর্বোচ্চ ৬৮ রান করেন। এছাড়া অধিনায়ক মাহবুব খান ৫৯ বলে ২ চারে করেন ৪০- রান। সামিউন বাসির ২ উইকেট নেন। ১টি করে উইকেট লাভ করেন সাদ ইসলাম, শাহরিয়া আল-আমিন ও শাহরিয়ার আহমেদ। ৩ জন আফগান ব্যাটার রানআউট হন।
এশিয়া কাপ শেষে শুরু বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
জবাবে অধিনায়ক আজিজুল হাকিম তামিম সেঞ্চুরি হাঁকালেও বাকিরা ব্যর্থ হওয়ায় হারের শঙ্কায় পড়ে বাংলাদেশের যুবারা। তবে রিজন হোসেন ৩৪ বলে ২ চার, ১ ছয়ে ২৭ এবং ফরিদ হাসান ৪৩ বলে ২ চার, ১ ছয়ে ২৩ রান করে দুর্দান্ত ব্যাট করা ওপেনার আজিজুলকে কিছুটা সঙ্গ দেন। শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান তুলে জয় পায় বাংলাদেশের যুবারা।
আজিজুল ১১৮ বলে ৭ চার, ৩ ছক্কায় ১০০ রান করেন। আফগানদের পক্ষে ওয়াহিদউল্লাহ জাদরান ৪ উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট পান উজাইরউল্লাহ নিয়াজাই ও যুব ওয়ানডেতে অভিষেক হওয়া সালাম খান।
