৩ বছর আগে মালয়েশিয়া নারী ফুটবল দলকে প্রথম ম্যাচে ৬-০ গোলে হারিয়ে দ্বিতীয়টি গোলশূন্য ড্র করে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচটি হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। বুধবার ১৩ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে ত্রিদেশীয় ফুটবল সিরিজ শুরু করেছেন আফঈদা খন্দকাররা। ফিফা র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়া প্রতিশোধ নিয়েছে ৩ বছর আগে পরাজয়ের।
মালয়েশিয়া যদিও র্যাঙ্কিংয়ে এগিয়ে, এরপরও জাতীয় স্টেডিয়ামে ১৩ বছর পর প্রথম ম্যাচ খেলতে নামা বাংলাদেশের মেয়েরা ছিল উজ্জীবিত। প্রথম থেকেই বেশ চাপে রাখতে পেরেছেন তারা মালয়েশিয়ার মেয়েদের। তবে নিজেদের ভুলেই গোল হজম করতে হয়েছে।
৭ মিনিটে বাংলাদেশ গোল পেতে পারতো শামসুন্নাহার জুনিয়রের কাছ থেকে। কিন্তু ঋতুপর্না চাকমার কর্নার থেকে তার নেওয়া হেড অল্পের জন্য বাইরে দিয়ে গেছে। কিছুক্ষণ পর মনিকা চাকমা কিছুটা আঘাত পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলা চালিয়ে গেছেন।

হাইলাইন ডিফেন্স কৌশলে বেশকিছু সুযোগ আদায় হলেও সেখান থেকে গোল পায়নি বাংলাদেশ নারী দল। ৩ বছর আগে বাংলাদেশের কাছে বিপর্যস্ত হওয়া মালয়েশিয়া বেশ সতর্ক হয়েই খেলেছে এবং কাউন্টার অ্যাটাক করেছে। তেমন একটি আক্রমণ থেকেই গোল পেয়েছে মালয়েশিয়া।
২৯ মিনিটের সময় বাংলাদেশের ডিফেন্সের ভুলে গোল করেন নুর আইনসাহ বিনতে মুরাদ। কোহাতি কিসকু নুরকে রুখতে যাচ্ছিলেন, কিন্তু পোস্ট ছেড়ে রূপনা চাকমা বেরিয়ে আসায় দু’জনের ভুল বোঝাবুঝিতে হয়েছে দ্বিধাদ্বন্দ্ব। সেই সুযোগেই বাঁ পায়ের কোনাকুনি শটে গোল করেন নুর (১-০)।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করতে পারতো। আবার রক্ষণভাগের ভুলে হেনরিটা জাস্টিন শট নিতে পেরেছিলেন গোলমুখে। তবে দুর্বল সেই শট রুখে দেন রূপনা। ৫৭ ও ৬২ মিনিটেও রূপনা বাঁচিয়ে দেন বাংলাদেশকে।
৬৯ ও ৮৫ মিনিটে বাংলাদেশের সুযোগ ছিল সমতায় ফেরার। তবে ফিনিশিং সমস্যায় হয়নি তা। বর্ধিত সময়ে মালয়েশিয়ার নিশ্চিত একটি গোল থেকে রূপনার দক্ষতায় বেঁচে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলের হারে মাঠ ছাড়তে হয় আফঈদা-ঋতুপর্নাদের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















