বিএফএলে শীর্ষে যৌথভাবে কিংস ও রহমতগঞ্জ
টুর্নামেন্টের বাই-লজ অনুসারে যখন দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে তখন গোল ব্যবধানে সিদ্ধান্ত হবে অবস্থানের। তবে শীর্ষস্থান ও রেলিগেশনের ক্ষেত্রে হবে প্লে-অফ। তবে বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) এখনও শুরুর পর্যায়ে। তাই আপাতত ৩ ম্যাচ থেকে সমান ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফুটবল লিগে শীর্ষস্থান যৌথভাবে ধরে রেখেছে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি।

আজ বিএফএলে মাত্র একটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে রহমতগঞ্জ ২-১ গোলে পিডব্লিউডিকে হারিয়ে কিংসের সঙ্গে পয়েন্টে সমতা আনে।
ম্যাচের ২০ মিনিটের সময়ই ঘানার মিডফিল্ডার আবু ক্লেমেন্ট গোল করে এগিয়ে নেন রহমতগঞ্জকে। প্রথমার্ধে এই ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে পুরান ঢাকার ক্লাবটি। দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই বেশ ভালো লড়াই হয়েছে। দারুণ খেলে সাফল্য পেয়েছে পিডব্লিউডি। ৬৯ মিনিটে সমতায়ও ফেরে তারা।
পিডব্লিউডি’র দুখু মিয়া গোল করে সমতা আনেন। ম্যাচটি হয়ত ড্র হয়েই যেত। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগে মেহেদী হাসান রয়েলের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রহমতগঞ্জ। বাকি সময়ে আর তা পরিশোধ করতে পারেনি পিডব্লিউডি। তাই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।

চ্যাম্পিয়নশিপ লিগ থেকে শিরোপা জিতে প্রায় ৩ দশক পর ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে এসেছে পিডব্লিউডি। প্রথম ম্যাচে কিংসকে রুখে দিয়ে চমকে দেয় তারা এবং দ্বিতীয় ম্যাচে হারিয়ে দেয় আরামবাগকে। কিন্তু তৃতীয় ম্যাচে এসে রহমতগঞ্জের কাছে হারল দলটি।
দিনের একমাত্র ম্যাচ হলেও এর ফলাফল লিগ টেবিলে অবস্থানের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ছিল। রহমতগঞ্জ না জিতলে এককভাবে শীর্ষে থাকতো বসুন্ধরা কিংস। কিন্তু এখন যৌথভাবেই শীর্ষে কিংস ও রহমতগঞ্জ। যদিও একেবারে লিগ শেষে শীর্ষস্থানে থাকা দুটি দলের পয়েন্ট সমান হয়ে গেলে প্লে-অফ ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে বাংলাদেশ ফুটবল লিগে শীর্ষস্থান ভাগাভাগি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















