লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার বড় চ্যালেঞ্জ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কারণ একদিন আগেই সাবেক মাদ্রিদ ডিফেন্ডার সের্হিও রামোসের আত্মঘাতী গোলে সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছিলো বার্সেলোনা। কাতালানদের সেই জয়ে টেবিলের শীর্ষস্থান হারিয়েছিলো জিরোনা। এবার সেই জিরোনাকে হারিয়েই লিগ টেবিলের শীর্ষে উঠলো রিয়াল মাদ্রিদ। মন্তিলিভি স্টেডিয়ামে স্বাগতিক জিরোনাকে ৩-০ গোলে হারিয়ে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এদিন রিয়ালের হয়ে গোল করেছেন জোসেলু, অঁরেলিয়ে চুয়ামেনি এবং জুডে বেলিংহাম। জিরোনার মাঠ মন্তিলিভি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের ১৭ মিনিটেই বেলিংহামের ক্রস থেকে গোল করেন জোসেলু। ২১ মিনিটে টনি ক্রুসের কর্নার থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন চুয়ামেনি। ২-০ লিড নিয়ে বিরতিতে যায় লস ব্লাংকোসরা। ম্যাচের ৭০ মিনিটে ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহামের গোলে শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্নাব্যু শিবির।
লা লিগায় ৮ ম্যাচের ৭ টিতে জয় পাওয়া রিয়ালের পয়েন্ট এখন ২১। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুয়ে অবস্থান করছে বার্সেলোনা। টানা ছয় জয়ের পর রিয়ালের কাছে হেরে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেছে জিরোনা।
