চলছে অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপ ক্রিকেট। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল।
বায়োমাস ওভালে, বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ১৭ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২২ রান তোলে জুনিয়র টাইগ্রেসরা। জবাবে খেলতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৪ রানেই সন্তুষ্ট থাকতে হয় লঙ্কান মেয়েদের।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের রান একশ’র ওপরে নিয়ে যায় ছোট ছোট কিন্তু আশা জাগানীয়া চারটি ইনিংস। সাতে নামা সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। এক বাউন্ডারির বিপরীতে তিনটি ছক্কা মারেন সাদিয়া। এ ছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।

রান তাড়া করতে নেমে ভালোই শুরু করেছিল শ্রীলঙ্কা। প্রথম ৭ ওভারেই তুলেছিলো ৪৭ রান। যদিও তারা এই সময় ২ উইকেট হারায়। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের দুর্দান্ত বোলিংয়ে রানের গতি হারিয়ে ধারাবাহিকভাবে উইকেটও হারাতে শুরু করে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত অল-আউট না হলেও রান আটকে যায় এক শর নিচেই। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১৫ ওভার খেলে ৯৪ রানে।
অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন। বিজয় দিবসে বাংলাদেশকে আরেকটু রাঙিয়ে তোলেন বাংলাদেশের মেয়েরা।
৬ দলের এশিয়া কাপে দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ছাড়াও আছে স্বাগতিক মালয়েশিয়া। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের দু’টি করে শীর্ষ দল সুপার ফোরে উঠবে। বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে।