বিশ্বকাপের উদ্বোধনে যা যা থাকছে

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

ক্রিকেট বিশ্বকাপের দামামা এরইমধ্যে বেজে গেছে। যার উদ্বোধন হতে যাচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অনুষ্ঠান মাতাবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং। সেই সাথে নাচ পরিবেশন করবেন রণবীর সিং ও তামান্না ভাটিয়া।

৪ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে অনুষ্ঠান। টুর্নামেন্টের প্রথম ম্যাচ স্থানীয় সময় দুপুর দুইটায় অনুষ্ঠিত হওয়ার কারণে একদিন আগেই উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বড় এই টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানকে সামনে রেখে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাকজঁমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন কী থাকছে এই নিয়ে যদিও আকর্ষণ রেখেই দিয়েছে বিসিসিআই। তবে বলিউডের তারকা সমাগম যে অনেক হবে সে বিষয়ে কোন সন্দেহ নেই।

লেজার লাইট, ফায়ারওয়ার্কসের মাধ্যমে ভারতের ইতিহাস–ঐতিহ্য ও ক্রিকেট উন্মাদনা উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হবে। শুধু তাই না গুজরাটের আঞ্চলিক ঐতিহ্যকেও উদ্ধোধনী অনুষ্ঠানে তুলে ধরা হবে। খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ১০ দলের অধিনায়ক। এ ছাড়া আয়োজক বিসিসিআই ও আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা তো থাকবেনই।

উদ্ধোধনী অনুষ্ঠানে যোগ দিতে অনুষ্ঠানের একদিন আগে অর্থাৎ ৩ তারিখ আহমেদাবাদে পৌঁছাবে দশ দলের অধিনায়ক। তবে ভারতের ওইদিন নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ থাকায় রোহিত শর্মাসহ দলের বাকি সদস্যারা ৪ তারিখ আহমেদাবাদে পৌঁছাবেন।

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে রয়েছে আরো একটি ঝলক। যারা টুর্নামেন্টের প্রথম ম্যাচ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের টিকিট কেটেছেন তারা বিনামূল্য ওইদিনের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

এবারের ক্রিকেট বিশ্বকাপে ১০টি দল নিজ নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। ৫ অক্টোবর শুরু হয় হয়ে গ্রুপ পর্ব চলবে ১২ নভেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বে ১০টি দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে।

Exit mobile version