ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হার বাংলাদেশের

৩৯ রানে হারল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ ৩৯ রানে হেরেছে বাংলাদেশ দল। আগে ব্যাট করে আয়ারল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৮১ রান। জবাবে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করতে সক্ষম হয়।

টস জিতে আগে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই আয়ারল্যান্ডের ব্যাটাররা বেশ চড়াও হয়ে খেলেছেন। ওপেনিং জুটিতে ২৬ বলেই ৪০ রান এসেছে। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে তানজিম হাসান সাকিব ব্রেকথ্রু এনে দেন। পল স্টার্লিং ১৮ বলে ৪ বাউন্ডারিতে ২১ রান করে বিদায় নেন।

তবে পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেটে ৪৮ রান তুলে আয়ারল্যান্ড বড় সংগ্রহের ভিত পেয়েছে। ১১.৫ ওভারেই দলীয় রান একশ’ পেরিয়েছে তারা। তবে টিম টেক্টর ১৯ বলে ৬ চারে ৩২ রানে রিশাদ হোসেনের লেগস্পিনে সাজঘরে ফিরে গেছেন ততক্ষণে।

ইনিংসের প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৭৭ রান করলেও পরের ১০ ওভারে তাই ১০৪ রান করেছে তারা। তাই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাতে পেরেছে আয়ারল্যান্ড। তানজিম হাসান সাকিবের শেষ ওভারে ১৭ রান তুলে নেয় তারা। শেষ ৫ ওভারে ওঠে ৫৪ রান।

হ্যারি টেক্টর ক্যারিয়ারসেরা ৬৯ রানে অপরাজিত থাকেন

আর তাই বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড পেয়ে যায় তাদের সর্বোচ্চ টি-টোয়েন্টি সংগ্রহ। এর আগে ৬ উইকেটে ১৪৫ রান ছিল বাংলাদেশের বিপক্ষে তাদের সেরা।

আইরিশদের এই সংগ্রহের পেছনে বড় অবদান হ্যারি টেক্টরের করা ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি। তিনি ৪৫ বলে ১ চার, ৫ ছক্কায় ক্যারিয়ারসেরা ৬৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া কার্টিস ক্যাম্ফার ১৭ বলে ৩ চার, ১ ছয়ে করেন ২৪ রান।

বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ২৩ রান দিলেও উইকেটশূন্য থাকেন। আর ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। অগোছালো ব্যাটিং ও অনিয়ন্ত্রিত শট খেলে মাত্র ৫ রানে ৩ টপঅর্ডার এবং ১৮ রানে ৪ ব্যাটার সাজঘরে ফিরেছেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪ উইকেটে মাত্র ২০ রান করা বাংলাদেশের জয় পাওয়া অসম্ভব হয়ে যায়।

বাংলাদেশী ব্যাটারদের মধ্যে যাওয়া-আসার মিছিল দেখা গেছে

এরপর একাই লড়ে গেছেন তাওহিদ হৃদয়। তিনি পঞ্চম ফিফটি করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। আর কেউ তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। তাওহিদ ৫০ বলে ৭ চার, ৩ ছক্কায় ক্যারিয়ারসেরা ৮৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া জাকের আলী অনিক ১৬ বলে ১ ছক্কায় করেন ২০ রান।

শেষদিকে শরিফুল ইসলাম ১২ রান করেছেন। বাকি ব্যাটাররা কেউ দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রেজ ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন। প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া দুই পেসার ব্যারি ম্যাককার্থি ৩টি ও মার্ক এডায়ার ২টি উইকেট নেন।

একাই লড়ে ক্যারিয়ারসেরা ৮৩ রানে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়

টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে আয়ারল্যান্ড। আর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল আইরিশরা।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ইনিংস- ১৮১/৪; ২০ ওভার (হ্যারি টেক্টর ৬৯*, টিম টেক্টর ৩২, ক্যাম্ফার ২৪; তানজিম ২/৪১, রিশাদ ১/৩৪, শরিফুল ১/৪২)।

বাংলাদেশ ইনিংস- ১৪২/৯; ২০ ওভার (তাওহিদ ৮৩*, জাকের ২০, শরিফুল ১২; হামফ্রেজ ৪/১৩, ম্যাককার্থি ৩/২৩, এডায়ার ২/২০)।

ফল: আয়ারল্যান্ড ৩৯ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ম্যাথু হামফ্রেজ (আয়ারল্যান্ড)

Exit mobile version