ব্রাদার্সকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শীর্ষস্থান মজবুত কিংসের

গোল করে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের উল্লাস

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) আজ পঞ্চম রাউন্ডের একমাত্র ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বসুন্ধরা কিংস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহিদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে হওয়া ম্যাচটি শেষে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে কিংস।

৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ব্রাদার্স ইউনিয়ন। তবে এমন একটি হারে বেশ পিছিয়েই পড়ছে তারা। কারণ ফর্টিজ ও রহমতগঞ্জ ৪টি করে ম্যাচ খেলে তাদেরও ৭ পয়েন্ট করে আছে। আগামীকাল ঢাকা আবাহনীকে হারালে কিংবা তাদের সঙ্গে ড্র করলেও টেবিলের দ্বিতীয় স্থানে উঠবে ফর্টিজ। আরামবাগের বিপক্ষে রহমতগঞ্জের হিসেবটাও একই। যদি রহমতগঞ্জ ও ফর্টিজ দুই দলই পয়েন্ট হারায় সেক্ষেত্রে অন্তত ৫ পয়েন্ট এগিয়ে থাকবে কিংস।

বড় ব্যবধানে ব্রাদার্সের বিপক্ষে জিতলেও প্রথমার্ধের খেলা দেখে মনে হচ্ছিল বসুন্ধরা কিংসের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে ম্যাচটি। তরা প্রথম গোল পেয়েছে ৪১ মিনিটে। ব্রাজিলিয়ান ডরিয়েল্টন গোলের সূচনা করেন। আর প্রথমার্ধের বর্ধিত সময়ে ফয়সাল আহমেদ ফাহিম ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কিংস।

দ্বিতীয়ার্ধে আর ব্রাদার্সকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। ৯ মিনিটের মধ্যে দুই গোল পায় বসুন্ধরা। নাইজেরিয়ান এমানুয়েল ৫০ ও সোহেল ৫৪ মিনিটে গোল করেন। ডরিয়েল্টন ৭৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করলে ৫-০ গোলে এগিয়ে যায় কিংস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্রাদার্সের মোজাম্মেলিএকটি গোল পরিশোধ করেন।

Exit mobile version