ভিসা জটিলতায় আটকে গেলেন সিদ্দিকুর!

ফিলিপাইনে শুরু হচ্ছে আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট, যেখানে থাকছে প্রায় ২৪ কোটি টাকার পুরস্কার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। তবে ভিসা জটিলতার কারণে এবার অংশ নিতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ গলফার সিদ্দিকুর রহমান।

বর্তমানে মালয়েশিয়ান ওপেনে ব্যস্ত সিদ্দিকুর জানান, “ফিলিপাইনে দুই মিলিয়ন ডলারের টুর্নামেন্ট হবে। এত বড় মাপের টুর্নামেন্ট খেলতে পারলে ভালো লাগত। কিন্তু ভিসা না পাওয়ায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।”

এর আগেও ভিসা সমস্যার কারণে বেশ কয়েকটি টুর্নামেন্ট মিস করেছেন এই গলফার। তবে এবারের পরিস্থিতি কিছুটা আলাদা বলে জানান তিনি। “আমি ব্যক্তিগতভাবে এবং ফেডারেশনের পক্ষ থেকেও ঢাকায় ফিলিপাইন দূতাবাসে যোগাযোগ করেছিলাম। অনুরোধ করেছিলাম যেন ১২–১৩ অক্টোবরের মধ্যে অ্যাপয়নমেন্ট ডেট দেয়। কারণ ওই সময় আমি দেশে থাকব। কিন্তু তারা ৮ অক্টোবরের তারিখ দেয়, যা পরিবর্তনযোগ্য ছিল না। তখন আমি ম্যাকাওয়ে ছিলাম, তাই যাওয়া সম্ভব হয়নি,” বলেন সিদ্দিক।

এই বছর ডিসেম্বর পর্যন্ত একটানা ব্যস্ত সময় পার করবেন সিদ্দিকুর রহমান। ম্যাকাও ও হংকংয়ে খেলার পর বর্তমানে আছেন মালয়েশিয়ায়। এরপর তার গন্তব্য মিশর, তারপর আরও কয়েকটি দেশে টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

খেলার খরচ ও আয়ের ভারসাম্য নিয়ে সিদ্দিক বলেন, “এক সময় অনেক টুর্নামেন্ট জিতে ভালো আয় করতাম। এখন ব্যয়টা একটু বেশি, আয় তুলনামূলক কম। কিন্তু গলফ আমার ভালোবাসা—এই খেলাতেই আনন্দ পাই।”

Exit mobile version