বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দল চিটাগাং কিংস ও এসকিউ স্পোর্টস এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান বিখ্যাত দি ঢাকা ডাইয়িং-এর প্রধান নির্বাহী সামির কাদের চৌধুরী দেশের ক্রীড়াঙ্গনের সুপরিচিত সংগঠন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিষয়টি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হাসান উল্লাহ খান রানা।
বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচিত হয়ে সামির কাদের চৌধুরী বলেন, যেসব আসরে মেরিনার্স ক্লাব অংশগ্রহণ করে, আগামীতে সেগুলোতে শিরোপা জয়ের লক্ষ্যে দল গঠন করা হবে।
এ সময় সামির কাদের চৌধুরী ক্লাবটিকে তার ঐতিহ্য বজায় রেখে একটি আদর্শ ক্রীড়া সংগঠন হিসেবে গড়ে তোলার কাজে নিজেকে নিয়োজিত রাখবেন বলে প্রতিশ্রুতিও দেন।