সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম ২০২৫ এর শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২০২৮ সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে ১১৪টি ব্যাচে ৮৮৫০ জন যুবক-যুবতীকে এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রক্লল্পের মূল উদ্দেশ্য- আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আত্মরক্ষার বিভিন্ন কৌশল বিষয়ক প্রশিক্ষণ প্রদান, আত্মরক্ষার জন্য প্রাথমিকভাবে প্রস্তুত করে তোলা, বৈরী পরিস্থিতিতে আত্মরক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা ও প্রশিক্ষণ প্রদান।
সারাদেশে সকল বিকেএসপিতে চলবে এই প্রশিক্ষণ কার্যক্রম। সাভারের বিকেএসপিতে ৪৫ জন নারী শিক্ষার্থীদের ব্যাচ দিয়ে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















