রেকর্ড গড়ে ভারতকে হারিয়ে সিরিজে সমতা দক্ষিণ আফ্রিকার

কোহলি-রুতুরাজের সেঞ্চুরিকে ম্লান করে দিলেন মার্করাম

ভারতের বিপক্ষে রেকর্ডময় জয় প্রোটিয়াদের

৬ বছর আগে মোহালিতে ৩৫৯ রানের টার্গেট তাড়া করে ভারতকে ৪ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। রায়পুরে আজ একই লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকাও জিতেছে ৪ উইকেটে। এটাই ওয়ানডেতে ভারতের বিপক্ষে কোনো দলের সর্বোচ্চ টার্গেট তাড়া করে জেতার রেকর্ড। ফলে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল প্রোটিয়ারা।

প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়েছিল ভারত। সেদিন ১৩৫ রানের রেকর্ডময় ইনিংস খেলা বিরাট কোহলি আবার সেঞ্চুরি করেন রায়পুরে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ভারত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রানের বড় সংগ্রহ গড়ে।

কোহলি-রুতুরাজ করেন সেঞ্চুরি

৬২ রানে ২ উইকেট হারায় ভারত। কোহলি ও রুতুরাজ গাইকোয়াড় তৃতীয় উইকেটে ১৯৫ রানের জুটি গড়েন। এটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে-কোনো উইকেটে ভারতের সেরা এবং তৃতীয় উইকেটে যে-কোনো দলের সেরা জুটি।

কোহলি ৯০ বলে ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরি পেয়েছেন। ৯৩ বলে ৭ চার, ২ ছক্কায় ১০২ রানেই আউট হন তিনি। ৭৭ বলেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন রুতুরাজ। তিনি ৮৩ বলে ১২ চার, ২ ছয়ে ১০৫ রান করেন।

পরে লোকেশ রাহুল ৪৩ বলে ৬ চার, ২ ছয়ে ৬৬ রানে অপরাজিত থাকেন। মার্কো ইয়ানসেন ২টি উইকেট নেন।

জবাবে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় উইকেটে এইডেন মার্করাম-টেম্বা বাভুমা ১০১ ও তৃতীয় উইকেটে মার্করাম-ম্যাথু ব্রিটজকে ৭০ রানের জুটি গড়েন।

মার্করাম-বাভুমা ১০১ রানের জুটি গড়েন

মার্করাম ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়ে ৯৮ বলে ১০ চার, ৪ ছক্কায় ১১০ রানে বিদায় নেন। বাভুমা করেন ৪৮ বলে ৩ চার, ১ ছয়ে ৪৬। চতুর্থ উইকেটে ব্রিটজকে ও ডিওয়াল্ড ব্রেভিস ৬৩ বলে ৯২ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন।

ব্রিটজকে ৬৪ বলে ৫ চারে ৬৮ ও ব্রেভিস ৩৪ বলে ১ চার, ৫ ছক্কায় ৫৪ রানে বিদায় নেন। কিন্তু করবিন বশ ১৫ বলে ৪ বাউন্ডারিতে অপরাজিত ২৯ রানে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

৪৯.২ ওভারে ৬ উইকেটে ৩৬২ রান করে জয় পায় প্রোটিয়ারা। ভারতের বিপক্ষে ৩০০ প্লাস টার্গেটে এই প্রথম ওয়ানডে জিতল তারা। অর্শদীপ সিং ও প্রসিধ কৃষ্ণা ২টি করে উইকেট নেন।

Exit mobile version