লিওনাইন গ্র্যান্ডমাস্টারস দাবায় ফাহাদ-নীড় তৃতীয় অবস্থানে

মনন রেজা নীড় ড্র করেন গ্র্যান্ড মাস্টার হোয়ার সাথে ড্র করেন

লিওনাইন চেস ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় লিওনাইন ৩য় গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের খেলা শেষে ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানী সাড়ে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। সাড়ে ৫ পয়েন্ট নিয়ে উজবেকস্তানের গ্র্যান্ড মাস্টার আবদিসালিমভ আবদিমালিক দ্বিতীয় স্থানে রয়েছেন। ৫ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশের দুই দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হোয়ার সঙ্গে মিলিতভাবে আছেন তৃতীয় স্থানে।

অষ্টম রাউন্ডের খেলা আজ (শনিবার) ধানমন্ডিস্থ র‌্যাগস নাসিম স্কোয়ারে লিওনাইন চেস ক্লাবের হল-রুমে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানী ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে ড্র করেন। আরিয়ান ভার্সানী কালো ঘুঁটি নিয়ে বোগো-ইন্ডিয়ান ডিফেন্স অবলম্বন করে খেলে ৫ চালে তাহসিনের সাথে ড্র করেন।

গ্র্যান্ড মাস্টার আবদিসালিমভ আবদিমালিক ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে পরাজিত করেন। আবদিসালিমভ কালো ঘুঁটি নিয়ে সাজিদের ইংলিশ ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৫ চালে জয়ী হন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে পরাজিত করেন। ফাহাদ রহমান কালো ঘুঁটি নিয়ে সুফিয়ান শাকিলের রুই-লোপেজ ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলেন। মরফি ডিফেন্স বিশ্লেষণ ধারার এ খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩৯ চালে জয়ী হন।

রিফাত বিন সাত্তার জিতেছেন ভারতের ফিদে মাস্টার পানিসার বেদান্তের বিপক্ষে

আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হোয়ার সাথে ড্র করেন। নীড় সাদা ঘুঁটি নিয়ে হোয়ার পেট্রোভস ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৬৩ চালের মাথায় ড্র করেন। গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার ভারতের ফিদে মাস্টার পানিসার বেদান্তকে পরাজিত করেন। রিফাত বিন সাত্তার কালো ঘুঁটি নিয়ে ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির অবলম্বন করে খেলে ৭১ চালে ফিদে মাস্টার পানেসার বেদান্তের বিরুদ্ধে জয়ী হন।  

আগামীকাল (রবিবার) সকাল ৯টা হতে একই স্থানে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। ম্যাচগুলোতে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান বনাম ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হোয়া বনাম আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, গ্র্যাান্ড মাস্টর আবদিসালিমভ আবদিমালিক বনাম আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার বনাম ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ এবং আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানি বনাম ফিদে মাস্টার পানিসার বেদান্ত মুখোমুখি হবেন।

Exit mobile version