ঢাকায় লিওনাইন তৃতীয় গ্র্যান্ড মাস্টার্স দাবা টুর্নামেন্ট আয়োজন করা হয় বাংলাদেশের কয়েকজন দাবাড়ুর নর্ম অর্জনের লক্ষ্যে। কিন্তু ষষ্ঠ রাউন্ড শেষেই নিশ্চিত হয়ে যায় দুই আন্তর্জাতিক মাস্টার (আইএম) মনন রেজা নীড়, ফাহাদ রহমান এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার জিএম নর্ম আর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সজীবের আন্তর্জাতিক নর্ম হচ্ছে না। তবে ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানী একটি গ্র্যান্ড মাস্টার নর্ম অর্জন করেছেন। তিনি ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এখন নর্ম অর্জনের জন্য আগামীকাল যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।
ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানী নর্ম পাওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন হয় ৫০০ মার্কিন ডলার পুরষ্কার পেয়েছেন। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে বাংলাদেশের মুখ রক্ষা করেছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। তিনি পুরষ্কার পেয়েছেন ২০০ মার্কিন ডলার। সাড়ে ৬ পয়েন্ট নিয়ে উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার আবদিসালিমভ আবদিমালিক রানার-আপ হয়েছেন। তাকে দেওয়া হয়েছে ৩০০ মার্কিন ডলার। সাড়ে ৫ পয়েন্ট নিয়ে ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হোয়া চতুর্থ ও পাঁচ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম হন।
বাংলাদেশের বাকি দাবাড়ুরা আরও ব্যর্থতা দেখিয়েছেন এবারের প্রতিযোগিতায়। সাকলাইন মোস্তফা সাজিদ সপ্তম, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার অষ্টম, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে নবম ও দশম স্থানে থেকে শেষ করেছেন।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, উজবেকিস্তান ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন ফিদে মাস্টার অংশগ্রহণ করেন। কিন্তু হতাশ করেছেন ফাহাদ-নীড়সহ বাংলাদেশের দাবাড়ুরা। এখন নর্ম পেতে অপেক্ষা বাড়ল।
আগামীকাল নর্ম অর্জনের উদ্দেশ্যে আমেরিকায় রওনা হবেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও ফিদে মাস্টার তাহসিন।
