চমৎকার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ ২০২৪-২৫। নারীদের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের এ টুর্নামেন্টের প্রথম দিনে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ।
৯টি দল নিয়ে হতে যাচ্ছে এবারের আসর। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিসিবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন ৯ দলের অধিনায়কগণ।

এবারের টুর্নামেন্টের লিগ পর্বের খেলাগুলো তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সাভারের বিকেএসপি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠ।
মিরপুরে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের মুখোমুখি হয়েছে শেলটেক ক্রিকেট একাডেমি (মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব)।
এছাড়া দিনের অন্য ম্যাচগুলোতে বিকেএসপিতে খেলবে আবাহনী লিমিটেড ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব। ইউল্যাব মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সংঘের বিপক্ষে নামবে গুলশান ইয়ুথ ক্লাব।
জাতীয় দলের নারী ক্রিকেটাররা আশা করছেন এই টুর্নামেন্ট দিয়ে তারা বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নেওয়ার দারুণ একটা সুযোগ পাবেন।