সাকিবকে ছাড়িয়ে যে স্বপ্ন তাইজুলের

কতদূর যেতে চান জানালেন

টেস্টে উইকেট শিকারে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন তাইজুল

মিরপুরে টেস্টে আইরিশদের ২৬৫ রানে আটকে দেওয়ার পথে ৭৬ রান খরচায় উইকেট নিয়ে নতুন স্বপ্ন বুনছেন স্পিনার তাইজুল ইসলাম। তিনি যৌথভাবে সাকিব আল হাসানের সঙ্গে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেছেন। আর ১টি উইকেট পেলে সাকিবকে ছাড়িয়ে তিনি হবেন ফরম্যাটে টাইগারদের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সেই স্বপ্নের কথাই শুনিয়েছে তিনি।

টেস্টে এখন বাংলাদেশের এক নম্বর বোলার কে? সাকিবের সঙ্গে সমান ২৪৬ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে তাইজুল। যখন টেস্ট শুরু করেছেন তখন কি স্বপ্ন দেখতেন কিনা যে একসময় বাংলাদেশের সর্বোচ্চ উইকেট টেকার হবেন? এমন প্রশ্নে তাইজুল বলেছেন,‘প্রত্যেকটা খেলোয়াড়ের একটা স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। তারপর লক্ষ্য থাকে আমি কতদূর যাব। তবে আমার এরকম কোন লক্ষ্য ছিল না যে আমি এইখানে শেষ করব বা এই পর্যন্ত যাব। চেষ্টা করব আমি যতদূর যেতে পারি আমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত।’

ক্রিকেট শুরুর আগে ছোটবেলায় তাইজুল কি স্বপ্ন দেখতেন? এ বিষয়ে তিনি বলেন,‘ছোটবেলায় এরকম স্বপ্ন থাকেই, যে আমি অনেকগুলো উইকেট নেব। সবারই… প্রত্যেকটা প্লেয়ারেরই একটা স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন ছিল। আপনি যখন জাতীয় দলে খেলবেন তখন আপনি পারফর্ম্যান্স সবসময় করতে হবে। এটাই হচ্ছে আসল পারফর্ম্যান্সের জায়গা। আমি সাকিব ভাইকে কি দিতে পেরেছি এটা মানে কোন মুখ্য বিষয় না। কিন্তু সাকিব বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছে, উনার অভিজ্ঞতা ছিল, উনি অনেকদিন বিশ্বের এক নম্বর পজিশনে ছিল। একটা মানুষ তো এক নাম্বার পজিশনে এমনি এমনি যেতে পারে না। অবশ্যই উনার মধ্যে ওরকম কিছু ছিল, ওরকম গুণ ছিল।’

আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত সিরিজে ৯ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম

নিজের সেরা হয়ে ওঠার সুযোগ এসেছে বলে মনে করেন তাইজুল ইসলাম। এ প্রসঙ্গে বাঁহাতি এই স্পিনার বলেন,‘আসলে এটা বলাটা কঠিন যে আমি সেরা হব কি হব না। কিন্তু এখন যে সময়টা দেখা যাচ্ছে যে আমার একটা ধারাবাহিকতা এসেছে বা একটা অভিজ্ঞতা আসছে। আমার নিজের মধ্যেও একটা আত্মবিশ্বাস আসছে যে, না আমি হয়তোবা বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেকদিন একটা সুযোগের মধ্যে রাখবে। একটা সময় হয়তোবা অনেকগুলো উইকেটের মালিক হতে পারব আরকি ইনশাআল্লাহ।’

এখন পর্যন্ত টেস্টে তাইজুল নিজের পারফর্ম্যান্স নিয়ে বলেন,‘দুই বছর পর কি হবে এটা আসলে বলাটা কঠিন। একটা প্লেয়ার হিসেবে আপনি যতদিন খেলবেন আপনার পারফর্ম্যান্সটাই কথা বলবে যে আপনি কতদূর যেতে পারবেন। আমি যত যতদিন খেলব, পারফর্ম্যান্স করতে পারব, ততদিন আমি হয়তোবা একটা ভালো পজিশনে যেতে পারব।’

Exit mobile version