হকিতে চিলির পর সুইজারল্যান্ডকেও হারাল বাংলাদেশ

যুব বিশ্বকাপ প্রস্তুতি

বাংলাদেশ-সুইজারল্যান্ড হকি ম্যাচের একটি মুহূর্ত

প্রথমবার যুব বিশ্বকাপ হকি খেলতে ভারতে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। মূল আসরে নামার আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশর যুবারা। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। ২৮ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ।

আজ চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে যুব বিশ্বকাপ হকির শেষ অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ। গতকালই তারা চিলির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে জিতেছে। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ যুব হকি দলের সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল। ভিসা জটিলতায় সেটি হয়নি।

এ কারেণে আলোচনার পর ঠিক হয় বিশ্বকাপ শুরুর আগে দুই দল প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই ম্যাচে আজ দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আমিরুল একাই ২টি গোল করেন এবং হুজিফা, রকি এবং জয় ১টি করে গোল করেন।

দলগত নৈপুণ্যে শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় ব্যবধানের জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। এবারই প্রথম যুব বিশ্বকাপ হকিতে খেলবে বাংলাদেশ। ২৪ দলে অংশ নিচ্ছে এবারের আসরে। বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের বিপক্ষে।

Exit mobile version