৫ ক্যাচ মিস, তবু বাংলাদেশকে এগিয়ে রাখছেন হাসান

এ পেসারের আশা স্পিনাররাই বাংলাদেশকে জেতাবে

প্রথম ওভারেই উইকেট তুলে নেন হাসান মাহমুদ (ডানে)

সিলেট টেস্টের প্রথম দিনশেষে সফরকারী আয়ারল্যান্ড ৮ উইকেটে ২৭০ রান তুলেছে। তবে আক্ষেপ জড়িয়ে আছে বাংলাদেশের তাঁবেুতে। কারণ আইরিশরা হয়তো অলআউট হয়ে যেতে পারতো। কারণ ৫টি সহজ ক্যাচ মিস করেছে বাংলাদেশের ফিল্ডাররা। যদিও সংবাদ সম্মেলনে এসে ডানহাতি পেসার হাসান মাহমুদ দাবি করলেন বাংলাদেশ খুব ভালো অবস্থানেই আছে। আর ক্যাচ মিস করাটাকে তিনি খেলারই অংশ হিসেবেই ব্যাখ্যা দিয়েছেন। বাংলাদেশের স্পিনাররাই ম্যাচ জেতাবে বলে আশা প্রকাশ করেন হাসান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে যত টেস্ট হয়েছে, সেই ম্যাচগুলোর পরিসংখ্যান বলছে প্রথম ইনিংসে ২৬৬ রানের বেশি করতে পারলেই জয় পাওয়ার সম্ভাবনা প্রবল। অথচ এখন পর্যন্ত ২৭০ রান তুলে থামেনি আয়ারল্যান্ড, হাতে আছে আরও ২টি উইকেট। এ বিষয়ে দারুন বোলিং করা পেসার হাসান মাহমুদ দিনশেষে সংবাদ সম্মেলনে বলেছেন,‘আমরা খুবই ভালো একটা পজিশনে আছি এখন। কালকে (আগামীকাল) যত দ্রুত তাদের উইকেট নেওয়া যায় সকাল সকাল… ব্যাটিং উইকেট হিসেবে রান খুবই বেশি না। পাশাপাশি এটা আমরা তাড়া করে খুব ভালোভাবে কামব্যাক করব।’

আইরিশদের ইনিংসের শুরুর দিকেই (৬ ওভারের মধ্যে) ৩টি সহজ ক্যাচ ছেড়েছে বাংলাদেশের ফিল্ডাররা। এর মধ্যে গতিময় পেসার নাহিদ রানার বলেই দুটি ক্যাচ মিস হয়েছে। দুই হাফসেঞ্চুরিয়ান পল স্টার্লিং ব্যক্তিগত ৮ ও ১০ রানে এবং কেড কারমাইকেল ১০ রানের সময় জীবন ফিরে পেয়েছেন। ক্যাচ মিস নিশ্চিতভাবে হতাশ করেছে  বোলারদের। তাই পরবর্তীতে আর বোলিংয়ে ছন্দ রাখতে পারেননি নাহিদ এবং তার বল থেকে অনেক রান তুলেছে আয়ারল্যান্ডের ব্যাটাররা। ক্যাচ মিস নিয়ে হাসান বলেছেন,এটা খেলার অংশ- ক্যাচ ছাড়বেই। কিন্তু আমরা চেষ্টা করি। এটা আসলে পজিটিভ হিসেবে নেই যে সুযোগ আসছে। ফিল্ডাররা আরও প্রস্তুত থাকে পরের সুযোগের জন্য। কিন্তু অবশ্যই ভালো লাগে না ক্যাচ মিস হলে। কিন্তু সবাই চেষ্টা করছে।’

তিন স্পিনার হাসান মুরাদ (বাঁ থেকে ৩য়), তাইজুল ইসলাম (মুরাদের পাশে) ও মেহেদি হাসান মিরাজ (সর্বডানে) ম্যাচ জেতাবেন বলে বিশ্বাস হাসান মাহমুদের

অবশ্য বোলাররা ক্যাচ মিস হওয়ার পর আশাহত হয়ে পড়েন এবং কিছুটা খারাপও লাগে এমনটা হাসান নিজেই বলেছেন। কিন্তু সেই সঙ্গে তিনি দাবি করেছেন সিলেটে প্রথম দিন ক্যাচ মিস হওয়ার পরও বাংলাদেশের বোলাররা সুশৃঙ্খল বোলিং করেছে। তিনি বলেন,‘উইকেটটা খুবই ভালো ব্যাটিংয়ের জন্য। আর আমাদের বোলিংয়ের কথা যদি বলি, আমরা অনেক সুশৃঙ্খল বোলিং করেছি, ইকোনমি ৩ করে আছে।’

সিলেট টেস্টের প্রথম দিন সবমিলিয়ে ৫টি ক্যাচ মিস করেছে বাংলাদেশের ফিল্ডাররা। ক্যাচ ছেড়েছেন সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ইনিংসের শুরুতে স্টার্লিং ও কারমাইকেল জীবন পেয়ে অর্ধশতক হাঁকিয়েছেন। আর লোরকান টাকার ক্যাচ দিয়েও বেঁচে করেছেন ৪১ ও জর্ডান নিল করেছেন ৩০ রান। ফিল্ডিং কোচ থাকার পরেও এমন পরিস্থিতি! হাসান এ বিষয়ে বলেছেন,‘সবাই যথেষ্ট কঠোর পরিশ্রম করছে ফিল্ডিং নিয়ে। আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করছি মাঠে এসে। চেষ্টা করছি যাতে আরেকটু উন্নতি করা যায়। কিন্তু খেলার মধ্যে এটা হতে পারে, ক্যাচ মিস হতে পারে, এটা একটা অংশ। আমরা চেষ্টা করি প্রত্যাবর্তন কতটুকু করা যায়। হয়তো আজকে অনেকগুলো মিস হয়েছে। হয়তো পরবর্তী সময়ে আর হবে না বা আরও কমে যাবে।'

এই পরিস্থিতি থেকে বাংলাদেশ দ্রুতই বাকি দুটি উইকেট তুলে নিতে পারবে বলে মনে করেন হাসান মাহমুদ। কারণ স্পিনাররা সুবিধা পাবেন যতই সময় গড়াবে। আর বাংলাদেশ দলে ৩ জন জেনুইন স্পিনার আছেন। হাসান এ বিষয়ে বলেন,‘আমি বলব যে স্পিনারদের জন্য ভালো সুযোগ। যতদিন যাবে উইকেটটা আরও একটু ঘুরবে বা আরও একটু টার্ন হবে। তো বোলাররা যদি ধারাবাহিক থাকে তাদের লাইন লেংথে, আমার মনে হয় যে স্পিনাররাই দিন শেষে ম্যাচ জেতাবে আমাদের।’

Exit mobile version