আর্জেন্টিনা সফরে ব্রাজিল দল- খেলবে ৫ ম্যাচের সিরিজ

দুই দলের মধ্যে প্রথম আন্তর্জাতিক সিরিজ

ব্রাজিল-আর্জেন্টিনা ক্রিকেট ম্যাচের একটি দৃশ্য

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দলের খেলোয়াড়দের মাঝে বাড়তি স্নায়ু চাপ। ভক্ত-সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক ও উন্মাদনা। তবে সেটি ফুটবল ম্যাচের ক্ষেত্রেই মূলত দেখা যায়। এবার দুই দল খেলবে ৫ ম্যাচের সিরিজ। তবে সেটি ক্রিকেটে। ৫ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে তারা। সেই লক্ষ্যে ব্রাজিল ক্রিকেট দল এখন আছে আর্জেন্টিনা সফরে।

বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে আগ্রহের কেন্দ্রে ফুটবলের দুটি দল ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু বর্তমানে ক্রিকেটে বেশ এগিয়েছে দু’দল। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টির আগ্রাসন এখন বিশ্বের প্রায় সব দেশেই ক্রিকেটকে করে তুলেছে জনপ্রিয়। ক্রিকেট চর্চা বেড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনাতেও।

আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দল

ফুটবলে বিশ্বের অন্যতম সেরা দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু ক্রিকেটে ব্রাজিলের চেয়ে অনেক এগিয়ে আর্জেন্টিনা। এই মুহূর্তে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ৪৯ নম্বরে আর ব্রাজিল ৮৫ নম্বরে। এর আগে দুইবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। ২৯ ও ১১ রানে জিতেছে আর্জেন্টিনা।

এখন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে রয়েছে ব্রাজিল ক্রিকেট দল। এটিই দুই দলের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। প্রথম ম্যাচ আগামীকাল বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে গড়াবে। দ্বিতীয়টি শনিবার সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ও রাত ১২টায় তৃতীয় টি-২০ ম্যাচ।  

রবিবার সন্ধ্যা ৭টা ও রাত ১২টায় সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ দুই দলের মধ্যে। সিরিজের সবগুলো ম্যাচে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের সেন্ট আলবানস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

ব্রাজিল জাতীয় ক্রিকেট দল

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ১৫ ম্যাচ খেলে ব্রাজিল ৪টি জিততে পেরেছে, হেরেছে ১০টি ও আরেকটি পরিত্যক্ত হয়েছে। অন্যদিকে এই মুহূর্তে বেশ ফর্মে আছে ২৮ টি-টোয়েন্টি খেলা আর্জেন্টিনা। সর্বশেষ ৫ ম্যাচের চারটিতেই জিতেছে তারা। সবমিলিয়ে ১৬ জয়ের বিপরীতে ১২ হার তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

Exit mobile version