অলিম্পিক এসোসিয়েশন সভাপতির পদত্যাগ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) দেশের শীর্ষ ক্রীড়া সংগঠনগুলোর মধ্যে একটি। প্রতিষ্ঠানটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

গত ১৫ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি পদত্যাগপত্রে স্বাক্ষর করলেও সেই পত্র আজ সকালে পেয়েছেন বিওএ মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান (অব)।

বিওএ নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর। আরো এক বছরের বেশি সময় রয়েছে বর্তমান কমিটির। সেনাপ্রধান হিসেবে অবসর গ্রহণের পর বিওএ সভাপতি পদত্যাগ করেন। পরবর্তীতে বর্তমান সেনাপ্রধান নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। এবারও সেই রীতি অনুযায়ী সভাপতি থেকে পদত্যাগ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

Exit mobile version