শুক্রবার শুরু হচ্ছে মর্যাদার অ্যাশেজ লড়াই। এবার অস্ট্রেলিয়ার মাটিতে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। পার্থ স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে। তবে এর ২ দিন আগেই কেমন একাদশ নিয়ে নামবে ইংলিশরা তা জানিয়ে দিয়েছে। অবশ্য একজন অতিরিক্ত খেলোয়াড়সহ ১২ জনের দল জানিয়েছে তারা। ম্যাচের দিন সময়মতো এর মধ্যে থেকে ১ জনকে বাদ দিয়ে নামবে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে।
পার্থ টেস্টের জন্য ঘোষিত ১২ সদস্যের দলে আছেন ৪ পেসার ও একমাত্র স্পিনার শোয়েব বশির। কিন্তু ফাস্ট বোলার মার্ক উডকে নিয়ে কিছুটা শঙ্কা আছে। সেজন্যই মূলত তাকেসহ ১২ জনকে রাখা হয়েছে প্রথম টেস্টের দলে। ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট ম্যাচ শুরুর আগে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবে তার জন্য। গত সপ্তাহে ইনজুরির সমস্যায় পড়েন উড। তবে মঙ্গলবার ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে নেটে বোলিং করেছেন এ গতি তারকা।
মার্ক উড খেলতে না পারলেও আছেন জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। পার্থের দারুন উইকেটে পেসারদের জন্য বেশ সহায়তা থাকবে বলেই ভাবা হচ্ছে। শেষ মুহুর্তে উইকেট যদি পুরোপুরি পেস বান্ধব মনে হয়, তখন ৪ পেসারকে নিয়েই নামবে ইংল্যান্ড। যদিও উডের খেলার বিষয়টি নিশ্চিত নয়। এরপরও অ্যাশেজ স্কোয়াডে থাকা জশ টাং জায়গা পাননি এই টেস্টের জন্য।

২০২৩ সালের সর্বশেষ অ্যাশেজ সিরিজটি জমজমাট হয়েছে। তীব্র লড়াইয়ের পর ইংল্যান্ড সফরে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজ ড্র করেছে ২-২ সমতায়। ২০১৯ সালের অ্যাশেজেও সফরকারী অজিরা একইভাবে স্বাগতিক ইংলিশদের নাকানি-চুবানি খাইয়ে ২-২ সমতায় সিরিজ ড্র করে। কিন্তু মাঝে ২০২১ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাওয়া ইংল্যান্ড একই পারফর্ম্যান্স দেখাতে পারেনি। সেবার অ্যাশেজ হেরেছে ৪-০ ব্যবধানে। এবার ইংলিশরা কি করবে সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
পার্থ টেস্টে ইংল্যান্ড স্কোয়াডঃ
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, ব্রাইডন কার্স ও মার্ক উড (ফিটনেসের ওপর নির্ভরশীল)।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














