আবারো হুমকি পেলেন ইসরায়েলি অ্যাথলেটরা

ইসরায়েলের অ্যাথলেটরা প্যারিস অলিম্পিকে আবারও হুমকি পেয়েছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ইসরায়েলের অলিম্পিক কমিটির সভাপতি ইয়ায়েল আরাদ জানিয়েছেন, ইসরায়েলের খেলোয়াড়দের মধ্যে মানসিক উদ্বেগ ছড়িয়ে দিতেই এ হুমকি দেওয়া হয়েছে।

উইন্ড সার্ফিংয়ে সোনা জেতা ২৪ বছর বয়সী ইসরায়েলি টম রিভেনিও হুমকি পাওয়া অ্যাথলেটদের মধ্যে আছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, খেলাধুলায় রাজনীতি যুক্ত থাকা উচিত নয়, বিশেষ করে অলিম্পিক গেমসে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক রাজনীতি এখানে জড়িত। খেলার মধ্যে নয়, যারা আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায় না, যারা চায় না আমরা এখানে থাকি, তারাই এইসব করছেন। আমি এমন অনেক হুমকি পেয়েছি।’

গত সপ্তাহে অলিম্পিকের শুরুতে মৃত্যুর হুমকি পেয়েছিলেন ইসরায়েলের তিন অ্যাথলেট। প্যারিসে ফ্রান্সের আইন কর্মকর্তারা জানান, এ ঘটনার পাশাপাশি ইসরায়েল ও প্যারাগুয়ের মধ্যকার ফুটবল ম্যাচে সম্ভাব্য ‘ইহুদিবিদ্বেষী’ অপরাধের তদন্তও করবে ফরাসি পুলিশ।

Exit mobile version