আমেরিকায়ও নর্ম পেতে ব্যর্থ বাংলাদেশের ফাহাদ-তাহসিন

বাড়ল গ্র্যান্ডমাস্টার হওয়ার অপেক্ষা

যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টে ব্যর্থ ফাহাদ-তাহসিন

গত মাসে বাংলাদেশে লিওনাইন তৃতীয় গ্র্যান্ড মাস্টার্স দাবা টুর্নামেন্ট আয়োজন করা হয় শুধু দেশের কয়েকজন দাবাড়ুর নর্ম অর্জনের জন্য। কিন্তু সেটিতে ব্যর্থ হন বাংলাদেশের দাবাড়ুরা। তাই, টুর্নামেন্ট শেষ হওয়ার পরদিনই নর্ম অর্জনে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আমেরিকা গমন করেন। সেখানেও গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনে ব্যর্থ হয়েছেন তারা।

গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার জন্য মার্কিন যুক্তরাস্ট্রে যান ফাহাদ-তাহসিন। সেখানে নর্থ ক্যারিলোনার হিলটন শার্লট ইউনিভার্সিটির প্লেসে ইউএস মাস্টার্স দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেন। নর্ম পেতে এই টুর্নামেন্টে ৯ খেলায় ৭ পয়েন্ট প্রয়োজন ছিল। তাহসিন ৬ পয়েন্ট পেয়ে ৩৯তম হন। আর ফাহাদ ৪.৫ পয়েন্ট নিয়ে ১০১ নম্বরে থেকে শেষ করেন।

এই আসরে বিভিন্ন দেশের ৩৮ জন গ্র্যান্ডমাস্টার ও ৩১ জন আন্তর্জাতিক মাস্টারসহ ২৫১ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। সাড়ে ৭ পয়েন্ট করে নিয়ে যুক্তরাষ্ট্রের দুই গ্র্যান্ড মাস্টার লিয়াং এউনডের চ্যাম্পিয়ন ও হোং অ্যান্ড্রু রানার-আপ হন।

অবশ্য ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অনূর্ধ্ব-২৩৫০ রেটিং ক্যাটাগরিতে ২য় পুরস্কার লাভ করেন। তিনি ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে সম্মিলিত তালিকায় ২৫১ জনের মধ্যে ৩৯তম হন। অনূর্ধ্ব-২৩৫০ রেটিং ক্যাটাগরিতে ২য় পুরস্কার হিসেবে তিনি ৩০০ মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন।

গত মাসে ঢাকায় লিওনইন গ্র্যান্ড মাস্টার্স দাবায় বাংলাদেশিরা ব্যর্থ হন

৮ম রাউন্ডে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ইসরাইলের গ্র্যান্ডমাস্টার পরখভ ইয়ায়িরের কাছে হেরে যান এবং শেষ রাউন্ডে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড মাস্টার মোলনকে পরাজিত করেন। আর

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ৭ রাউন্ড খেলে পরের দুটিতে আর অংশ নেননি। ৭ খেলায় সাড়ে ৪ পয়েন্ট নিয়ে তার অবস্থান ১০১। তাই শূন্য হাতেই ফিরছেন তারা এবং গ্র্যান্ডমাস্টার নর্ম পেতে অপেক্ষাও বাড়ল।

Exit mobile version