ইসলামিক সলিডারিটি গেমস টিটিতে বাংলাদেশের রৌপ্য

গৌরবময় সাফল্য অর্জনের পর জাতীয় পতাকা হাতে জাভেদ ও খই খই

ইসলামিক সলিডারিটি গেমসে আগের দিনই সেমিফাইনালে উঠে বাংলাদেশ মিশ্র দ্বৈতে পদক নিশ্চিত করে। অপেক্ষা ছিল কোন পদক জেতেন মোঃ জাভেদ আহমেদ ও খই খই সাই মারমা সেটি দেখার। শেষ পর্যন্ত ফাইনালে তুরস্কের কাছে হেরে রৌপ্য পদক জিতেছেন তারা। দক্ষিণ এশিয়ার সীমানা পেরিয়ে এটিই বাংলাদেশের টিটিতে প্রথম পদক।  

বাংলাদেশ টেবিল টেনিস ইতিহাসে আজ (বৃহস্পতিবার) একটি গৌরবময় দিন। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামিক সলিডেরাটি গেমস এর মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠেন বাংলাদেশের মোঃ জাভেদ আহমেদ-খই খই সাই মারমা জুটি। কিন্তু ফাইনালে শক্তিশালী তুরস্কের সাথে লড়াই করে ৫-১১, ৮-১১, ৬-১১ পয়েন্টে ০-৩ গেমের ব্যবধানে পরাজিত হন তারা। তবে গৌরবময় সাফল্য হিসেবে রৌপ্য পদক অর্জন করেন তারা। স্বর্ণ বিজয়ী তুরস্কের হয়ে খেলায় অংশগ্রহণ করেন মহিলাদের ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং হলো ৮০তম খেরোয়াড় সিবেল আলতিনকায়া এবং পুরুষদের ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২৬২তম খেলোয়াড় ইব্রাহিম গুনডুজ। বিপরীতে বাংলাদেশের মিশ্র জুটির কারও আন্তর্জাতিক রেটিং নেই।

আগের দিনই কোয়ার্টার ফাইনাল জিতে সেমি নিশ্চিতের পর জাভেদ-খই খই একটি পদক নিশ্চিত করে ফেলেন। এরপর বাংলাদেশ টিটি ফেডারেশন থেকে পুরষ্কার ঘোষণা করা হয় দু’জনকে ২৫ হাজার টাকা করে। তবে তখনই জানানো হয়েছে, রৌপ্য জিতলে পুরষ্কার হয়ে যাবে দ্বিগুন। শেষ পর্যন্ত জাভেদ-খই খই রৌপ্যই জিতলেন।

সেমিফাইনালে বাহরাইনকে হারিয়ে ফাইনালে ওঠেন জাভেদ ও খই খই

আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সেমিফাইনালে বাহরাইনের মুখোমুখি হন জাভেদ-খই খই জুটি।  বাহরাইনের রাশেদ এবং কেন্দা মোহাম্মদকে ১৩-১১, ৭-১১, ১২-১০, ১১-৩ পয়েন্টে (৩-১ সেটে) পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন তারা।

এবার ইসলামিক সলিডেরাটি গেমেসে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে ১০টি ডিসিপ্লিন থেকে ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় টেবিল টেনিস থেকে ১টি রৌপ্য এবং ভরত্তোলন থেকে ৩টি ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ। 

বাংলাদেশ টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ সনেট বলেন,‘টুর্ণামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়দের পারফর্ম্যান্সে আমরা অত্যন্ত খুশী। কোন ধরনের জিমনেসিয়াম সুবিধা ছাড়া, নন-এসি বদ্ধ অডিটরিয়ামে সীমিত সুযোগ সুবিধার ভেতরে আমাদের ছেলে- মেয়েরা তাদের সর্বোচ্চ উজাড় করে খেলেছে। তিনি জানান, রৌপ্য বিজয়ী খেলোয়াড়দের ইতিমধে ফেডারেশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা নগদ পুরষ্কারের ঘোষণা করা হয়েছে।

Exit mobile version