উন্মুক্ত হচ্ছে শচীনের ভাস্কর্য

যেই ওয়াংখেড়েতে বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছিলেন সেখানেই এবার উন্মুক্ত হচ্ছে শচীন টেন্ডুলকারের ভাস্কর্য। বিশ্বকাপজয়ী কিংবদন্তি এই ক্রিকেটার দশ বছর আগে এ মাঠে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন। এই মাঠেই শচীনের কিংবদন্তি তকমা পরিপূর্ণতা পায় ১২ বছর আগে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এমসিএ প্রেসিডেন্ট অমল কালে শচীনের ভাস্কর্য বানানোর ঘোষণা দিয়েছিলেন। এ বছরেরে ২৪ এপ্রিল ৫০ বছর পূর্ণ করেন শচীন। ওয়াংখেড়েতে হাজার ভক্ত সমর্থকের উপস্থিতিতে ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির ৫০তম জন্মদিন উদযাপন করা হয়।

চলতি বিশ্বকাপ শুরুর পর এরই মধ্যে ১১ দিন অতিবাহিত হয়েছে। তবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে এখন পর্যন্ত কোন ম্যাচ হয়নি। তবে আগামী ২১ অক্টোবর মুম্বাইয়ে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ হওয়ার কথা রয়েছে।

এছাড়া ২৪ অক্টোবর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ২ নভেম্বর ভারত-শ্রীলঙ্কা, ৭ নভেম্বর অস্ট্রেলিয়া-আফগানিস্তান, ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল-সব মিলিয়ে ৫টি ম্যাচ হবে ওয়াংখেড়েতে।

বিশ্বকাপে মুম্বাইয়ে ম্যাচ শুরুর আগেই ওয়াংখেড়েতে শচীনের ভাস্কর্য উন্মোচন করার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, বিখ্যাত কোনো মন্ত্রীর মাধ্যমে উদ্বোধন করা হতে পারে শচীনের ভাস্কর্য। বিশ্বকাপের কোনো এক ম্যাচের মাঝেই তা হতে পারে।’

Exit mobile version