ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের এবারের আসরের পর্দা নেমেছে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে। চমক দিয়েই সবাইকে বিদায় দিয়েছে আয়োজক ফ্রান্স। গতকাল স্থানীয় সময় রাত ১টায় অনুষ্ঠিত হয় জমকালো ও আকর্ষণীয় সমাপনী অনুষ্ঠান। যেখানে পরবর্তী আয়োজক লস অ্যানজেলেসকে অলিম্পিক পতাকা তুলে দিয়েছে ফ্রান্স।
৬১ দেশের রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। প্রবল বৃষ্টিও গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ম্লান করতে পারেনি। মাঠের ক্রীড়াযজ্ঞ শেষ হয়েছে কোনো সমালোচনা ছাড়াই। তাই সমাপনী অনুষ্ঠান নিয়েও প্রত্যাশা ছিলো আকাশচুম্বী।
সমাপনীর জন্য বেছে নেয়া হয় জাতীয় স্টেডিয়াম স্তাদ ডি ফ্রান্সকে। ২০২৮ আসরের আয়োজক লস অ্যাঞ্জেলেস বলে হলিউডের একাধিক তারকাকে দেখা গেছে সমাপনী অনুষ্ঠানে। সবচেয়ে বড় চমক ছিল হলিউড লিজেন্ড টম ক্রুজের স্টান্ট শো। এছাড়াও বিলি এলিশ, স্নুপ ডগদের মতো মেগা স্টারদের দেখা গেছে পারফর্ম করতে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী বিয়ন্সে, টেইলর সুইফটরা।
২০২৮ অলিম্পিকের পতাকা আনুষ্ঠানিকভাবে বুঝে নেয়ার আগে গতকাল প্যারিসে সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বলেন, ‘শহরের প্রধানেরা চান লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কারমুক্ত (ব্যক্তিগত গাড়িমুক্ত) হোক। আমরা গণপরিবহনে বিনিয়োগ করবো এবং ইভেন্ট চলাকালে শহরবাসীকে করোনাকালের মতো দূরে থেকে (বাসায় বসে) কাজ করতে উৎসাহিত করবো।’