মুস্তাফিজকে ফের দলে ভেড়াল দুবাই ক্যাপিটালস
আরব আমিরাতের আয়োজনে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-২০) আসরে এবার নিলামের আগেই মুস্তাফিজুর রহমান দল পেয়েছিলেন। বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় দুবাই ক্যাপিটালস। কিন্তু খেলার জন্য অনাপত্তিপত্র না পাওয়ার শঙ্কায় তাকে ছেড়ে দিয়ে হায়দার আলীকে নেয় তারা। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে আবারও ঘোষণা এসেছে ক্যাপিটালসে মুস্তাফিজ।
আইএল টি-টোয়েন্টি আসরে ইংল্যান্ডের লুক উডের পরিবর্তে দুবাই ক্যাপিটালসে সরাসরি চুক্তিতে ডাক পান মুস্তাফিজুর রহমান। কিন্তু এই আসরের প্রায় একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ অনুষ্ঠিত হবে। তাই মুস্তাফিজকে না পাওয়ার শঙ্কায় তাকে ছেড়ে দেয় দুবাই ক্যাপিটালস। কিন্তু আবার তাকে দলে নিচ্ছে তারা। এবারও বদলি, জিএম রিতেশের পরিবর্তে নেওয়া হচ্ছে তাকে। এখান থেকে স্পষ্ট যে, মুস্তাফিজ হয়তো আইএল টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবেন।
মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে বদলি হিসেবে খেলেছেন গত আসরে। একই ফ্র্যাঞ্চাইজির দল দুবাই ক্যাপিটালসে এবারই প্রথম খেলার সুযোগ পাচ্ছেন এ বাঁহাতি পেসার। একই মৌসুমে দ্বিতীয়বার তাই একই দল নিল মুস্তাফিজকে। আইএল টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।
বাংলাদেশের আরও দুই ক্রিকেটার খেলবেন এবার আইএল টি-টোয়েন্টি আসরে। নিলাম থেকে দল পেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান ও ডানহাতি পেসার তাসকিন আহমেদ। এমআই এমিরেটস সাকিবকে ৪০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে। আর তাসকিনকে নিয়েছে শারজা ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে তাকে নিয়েছে দলটি।
সবকিছু ঠিক থাকলে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আইএলটি-টোয়েন্টি। ফাইনাল হবে ৪ জানুয়ারি। ২ ডিসেম্বর ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। সংযুক্ত আরব আমিরাতের ৩ ভেন্যু আবুধাবি, দুবাই এবং শারজাতে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।
কিছুদিন পর বিপিএল শুরু হতে পারে। কারণ এখন পর্যন্ত নিলাম হয়নি বিপিএলের। ৩০ নভেম্বর নিলাম, তারপরেই হয়তো বিপিএল শুরুর তারিখ চূড়ান্ত হতে পারে। আর সে কারণেই মুস্তাফিজ, তাসকিনদের আইএল টি-টোয়েন্টিতে বেশ কিছু ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে ভালোভাবে।
