গিলকে নিয়েই ভারতের টি-টোয়েন্টি দল, ফিরেছেন হার্দিক

বাদ পড়লেন রিংকু

টি-টোয়েন্টি সিরিজের দলে গিল-হার্দিক

ঘাড়ের সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেননি। তারপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাচ্ছেন শুভমান গিল। এ কারণে ওয়ানডে সিরিজেও খেলতে পারছেন না। শঙ্কা আছে টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়েও। তবু গিলকে নিয়েই দল ঘোষণা করা হয়েছে। ফিরেছেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাদ পড়েছেন রিংকু সিং।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংস ব্যাট করার সময় মাঠে ছেড়েছিলেন শুভমান গিল। ওই টেস্টে তো বটেই, দ্বিতীয় টেস্টেও আর মাঠে নামতে পারেননি তিনি। সমস্যা থাকায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও খেলছেন না। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আশাবাদী, টি-টোয়েন্টি সিরিজের আগেই সেরে উঠবেন গিল।

আগামী ৯ ডিসেম্বর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সেরে ওঠার জন্য আরও ৬ দিন সময় পাচ্ছেন গিল। ১৫ সদস্যের ঘোষিত দলে তাকে সহঅধিনায়ক হিসেবে রাখা হয়েছে। অবশ্য ব্যাঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পর্যবেক্ষণে থাকা গিলকে খেলাতে হলে চিকিৎসকদের ছাড়পত্র পেতে হবে।

ইনজুরি কাটিয়ে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেননি তিনি, যাননি অস্ট্রেলিয়া সফরেও। দলে জায়গা পাননি রিংকু সিং। এশিয়া কাপে শুধু ফাইনাল খেলেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়া সফরেও একটি ম্যাচে নেমেছিলেন।

ম্যাচে নামার জন্য ইতোমধ্যে মাঠের অনুশীলন শুরু করেছেন হার্দিক পান্ডিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ৯, ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর। ৫ ভেন্যু- কটক, নিউ চণ্ডিগড়, ধর্মশালা, লক্ষ্ণৌ ও আহমেদাবাদে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ভারতের স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং ওয়াশিংটন সুন্দর।

Exit mobile version