চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স `ট্রফি ট্যুর’   

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি | ছবি: ফেসবুক

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়। আট বছর পর এই প্রতিযোগিতার আয়োজন নতুন করে শুরু হচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম এই প্রতিদ্বন্দ্বিতামূলক আসর ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’ পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পাকিস্তানের মাটিতে চলবে আট টিমের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের সংস্করণগুলির মত ৪টি দলের মোট দুটি গ্রুপ থাকবে। প্রতি গ্রুপের প্রথম দুইটি দল সেমি-ফাইনালে উন্নীত হবে। তারপর ফাইনাল।

আইসিসি বোর্ড মেম্বারগণ | ছবি: ফেসবুক

তবে মূল টুর্নামেন্টের আগে আইসিসির উদ্যোগে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘুরে বেড়াবে কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। বাংলাদেশে ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যা ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি | ছবি: ফেসবুক

নিয়ম অনুযায়ী, ট্রফিটি প্রদর্শনীর জন্য পাকিস্তানে ১৬-২৫ নভেম্বর, আফগানিস্তানে ২৬-২৮ নভেম্বর, বাংলাদেশে ১০-১৩ ডিসেম্বর, সাউথ আফ্রিকায় ১৫-২৪ ডিসেম্বর, অস্ট্রেলিয়ায় ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী, নিউজিল্যান্ডে ৬ থেকে ১১ ডিসেম্বর, ১২-১৪ জানুয়ারী ইংল্যান্ড ও ১৫ থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত ট্রফিটি ভারতে অবস্থান করবে।

উল্লেখ্য, বর্তমান ট্রফিটির প্রথম সংস্করন হয় ২০০৬ সালে। এটির মাথায় আছে একটি ক্রিকেট বল যার গায়ে আঁকা হয়েছে পুরো বিশ্বের ম্যাপ। যা ক্রিকেটের সার্বজনীনতার স্মারক। ট্রফিটি লম্বায় ৪৬ সেন্টিমিটার, ট্রফিটির গোড়ার পরিধি ৪৭ সেন্টিমিটার এবং ট্রফিটির ওজন ৩.১ কেজি।

Exit mobile version