টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে আরও রেকর্ড বিরাট কোহলির

সেঞ্চুরি ও জুটির রেকর্ড

আরেকটি রেকর্ডময় সেঞ্চুরি করে রাজার বেশে মাঠ ছাড়ছেন কোহলি

কোনো ম্যাচে সেঞ্চুরি করলে পরের ম্যাচেও যেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছানো অভ্যাস বিরাট কোহলির। ওয়ানডে ক্রিকেটে এরকম ঘটনা বুধবার রায়পুরে সেঞ্চুরির মাধ্যমে ১১তম বারের মতো ঘটালেন তিনি। রাঁচিতে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে ১৩৫ রান করা কোহলি এবার করেছেন ১০২ রান। এই সেঞ্চুরির পথে গড়েছেন আরও কিছু রেকর্ড।

আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ভারত করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রান। রুতুরাজ গাইকোয়াড় ১০৫ ও কোহলি ১০২ রান করেন।

কোহলি এদিন ৯০ বলেই ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরি পেয়েছেন। বেশিদূর যেতে পারেননি অবশ্য, ৯৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ১০২ রানেই বিদায় নেন। এটি তার আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম শতক।

রেকর্ড ১১তম বারের জন্য টানা দুই সেঞ্চুরি হাঁকিয়ে উড়ছেন কোহলি

যে-সব রেকর্ড হয়েছে কোহলির সেঞ্চুরিতে:

টানা দুই ম্যাচে সেঞ্চুরি এ নিয়ে ১১ বার করলেন কোহলি। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ৬ বার এবং ৪ বার করে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে তৃতীয় স্থানে রোহিত শর্মা, বাবর আজম, ডেভিড ওয়ার্নার ও সাঈদ আনোয়ার।

এ নিয়ে ৩৪টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে সেঞ্চুরি করেছেন কোহলি। এটাই রেকর্ড যা শচীন টেন্ডুলকারের ছিল এককভাবে। রোহিত শর্মা ২৬ ভেন্যুতে সেঞ্চুরি করে পরের অবস্থানে।

তৃতীয় উইকেটে কোহলি-রুতুরাজের ১৯৫ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে সেরা। ২০১৮ সালে ডারবানে কোহলি-অজিঙ্কা রাহানে ১৮৯ ও এ বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের জ্যাকব বেথেল-জো রুট ১৮২ রানের তৃতীয় উইকেট জুটি গড়েন প্রোটিয়াদের বিপক্ষে।

১৯৫ রানের রেকর্ড জুটি গড়েন কোহলি-রুতুরাজ

যে-কোনো উইকেটে কোহলি-রুতুরাজের জুটিই প্রোটিয়াদের বিপক্ষে ভারতের সেরা। ২০১০ সালে গোয়ালিয়রে দ্বিতীয় উইকেটে শচীন-দিনেশ কার্তিক ১৯৪ রানের জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এ নিয়ে ৩৩ বার ওয়ানডেতে ১৫০-এর বেশি রানের জুটি গড়লেন কোহলি, যা বিশ্বরেকর্ড। ৩২ বার ১৫০-এর অধিক রানের জুটি গড়ে এতদিন এই রেকর্ড ছিল শচীনের।

Exit mobile version