চমক দেখাল আমিরুল – অস্ট্রেলিয়ার পর কোরিয়ার বিরুদ্ধেও হ্যাটট্রিক
প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ (অনূর্ধ্ব-২১) আসরের অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তবে হ্যাটট্রিক করার গৌরব দেখিয়েছিলেন আমিরুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশের যুবারা। ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে টানা দ্বিতীয় হ্যাটট্রিক আমিরুলের ।
রবিবার চেন্নাইয়ের রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে বাংলাদেশ ৩-৩ গোলে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রুখে দেয়। অথচ ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল দক্ষিণ কোরিয়া। শুরু থেকেই বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল সুবিধা করতে পারেনি। প্রথম কোয়ার্টারে কোরিয়া ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ৭ মিনিটে লি ও ১২ মিনিটে সন পেনাল্টি কর্নার থেকে গোল করেন।
দ্বিতীয় কোয়ার্টারেও সেভাবে পাত্তা পাচ্ছিল না বাংলাদেশের যুবারা। প্রথম মিনিটেই কোরিয়া পেনাল্টি স্ট্রোক পায়। আবার লি গোল করেন এবং দলকে এগিয়ে নেন ৩-০ গোলে। তবে খেলার হাওয়া বদল ঘটে তৃতীয় কোয়ার্টারে।
তৃতীয় কোয়ার্টারের ৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের হয়ে গোল করেন আমিরুল। ফলে ব্যবধান কমে হয় ৩-১। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে আবারো পেনাল্টি কর্নার থেকে গোল করে তিনি (৩-২) বাংলাদেশের তাঁবুতে আশার সঞ্চার করেন।

এরপর দারুণ লড়াই হয়েছে দুই দলের মধ্যে। পয়েন্ট পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ জুনিয়র হকি দল। ৫৬ মিনিটে আবারো পেনাল্টি কর্নার থেকে আমিরুল গোল করলে বাংলাদেশের ডাগ আউট উল্লাসে ফেটে পড়ে।
৩-৩ সমতা আসলেও খেলা বাকি ছিল ৪ মিনিটের কিছু বেশি। বাকি সময় রক্ষণাত্মক কৌশল নেয় সতর্ক বাংলাদেশ। শেষ পর্যন্ত সাফল্য নিয়েই মাঠ ছাড়তে পেরেছেন আমিরুলরা। অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে ৫-৩ গোলে হারলেও বাংলাদেশের যুবারা যে দারুণ কিছু করবে তা বোঝাই যাচ্ছিল। অবশেষে কোরিয়ার মতো দলের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে সেটাই প্রমাণ করেছে তারা।
দুই ম্যাচেই হ্যাটট্রিক করে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের আমিরুল। আজ কোরিয়ার বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন। কারণ ৩-০ গোলে পিছিয়ে থাকা দলকে তিনি হ্যাটট্রিক করে পরাজয় থেকে বাঁচিয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















