বাংলাদেশ টি-টোয়েন্টি দলে অঙ্কনের প্রথম ডাক
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষ হয়েছে রবিবার। ম্যাচের পঞ্চম ও শেষদিন লাঞ্চ বিরতির ঘণ্টাখানেক বাদেই ২১৭ রানে জয় তুলে নেয় বাংলাদেশ। আর সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দল থেকে বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন মিডলঅর্ডার শামীম হোসেন পাটোয়ারী। আর বিশ্রাম দেওয়া হয়েছে ডানহাতি পেসার তাসকিন আহমেদকে। দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। বন্দরনগরী চট্টগ্রামে এই সিরিজের ম্যাচগুলো ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর মাঠে গড়াবে। এই সিরিজে কিছু পরিবর্তন আসবে তা বোঝাই যাচ্ছিল। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ঘরের মাঠে খুব বাজে ফল করেছে বাংলাদেশ দল। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার তাই কিছু পরিবর্তন অনুমেয় ছিল। তবে খুব বেশি পরিবর্তন আনেননি নির্বাচকরা। মাত্র ২ জন নেই সর্বশেষ সিরিজ খেলা দল থেকে। আর এসেছেন দুইজন।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি ১ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন। সঙ্গে টানা ব্যর্থতায় সমালোচিত জাকের আলি অনিকও আছেন। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ইনজুরিতে পড়া কাজি নুরুল হাসান সোহানও আছেন। ফলে দলে উইকেটরক্ষকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে। এই ৩ জনের সঙ্গে আছেন অধিনায়ক লিটন কুমার দাস- ম্যাচে তিনিই মূলত উইকেটরক্ষকের ভূমিকায় থাকেন।
ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়েন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। তাকে নিয়ে শঙ্কা থাকলেও ইতোমধ্যেই সেরে উঠেছেন। তাকেও দলে রাখা হয়েছে। তবে দুবাইয়ে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি (আইএল টি-২০) খেলার জন্য ছাড়পত্র পাওয়া ডানহাতি পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি আবুধাবি টি-টেন আসরে খেলছেন।
অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন
দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি স্কোয়াডেই ছিলেন না। জানা গেছে, তিনি ছোটোখাটো ইনজুরি বয়ে বেড়াচ্ছিলেন। আর অফ ফর্মের জন্য ছিটকে গেছেন শামীম হোসেন। সর্বশেষ ৭ টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৫ বারই ১০ রানের নিচে আউট হয়েছেন।
শামীম নেই, অঙ্কন এসেছেন এর ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু বলেছেন,
শামীমের জায়গায় সোহান ও জাকের আলো আছে। এজন্য আমাদের একটু ওপরের দিকে কাউকে দরকার। বিশ্বকাপের আগে দেখার জন্য খুব বেশি সময় নেই, এ জন্যই অঙ্কনকে (মাহিদুলকে) এনেছি। দলে চার/পাঁচে খেলার মতো ব্যাটসম্যানের একটা ঘাটতি আছে। বিশ্বকাপের আগে যারা বিকল্প হতে পারে, তাদের সুযোগ দিতে হবে।
যদিও অঙ্কন বিকল্প হিসেবে টি-টোয়েন্টিতে আহামরি কিছু হবেন, সেই নমুনা দেখাতে পারেননি। কারণ, চলমান এশিয়া কাপ রাইজিং স্টারস আসরে ৪ ম্যাচ খেলে একটিতে অপরাজিত ২৭ রান করলেও বাকি ৩টিতে ৮, ১ ও ০ রানে আউট হন। তবে বিপিএলে সবসময়ই নজরকাড়া নৈপুণ্য দেখিয়েছেন অঙ্কন। সেজন্যেই তার ওপর আস্থা নির্বাচকদের।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল :
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজি নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
