টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা- প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ

ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারি কলম্বোয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূচি অনুসারে ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বিশ্বকাপ। প্রথম দিনই বাংলাদেশ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারত ও শ্রীলঙ্কায় এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যেহেতু পাকিস্তান দল ভারতে আসবে না, তাদের ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু ভারতে। কিন্তু পাকিস্তান ফাইনাল পর্যন্ত উঠতে পারলে তাদের খেলা হবে শ্রীলঙ্কায়। ৮ই মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের।

কয়েকদিন আগেই আইসিসি গ্রুপিং নিশ্চিত করে। প্রতি গ্রুপে ৫টি করে ৪ গ্রুপে মোট ২০ দল অংশ নেবে এবার। বাংলাদেশ ‘সি’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে। বাংলাদেশের গ্রুপে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। যেহেতু ৪ গ্রুপ থেকে ২টি করে দল সুপার এইট রাউন্ডে উঠবে, সে কারণে বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে এবারের বিশ্বকাপ।

মঙ্গলবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আইসিসি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিনই বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেওয়া ইতালির বিপক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে বিকেল ৩টা ৩০ মিনিটে ম্যাচ বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নেপালের মুখোমুখি হবে টাইগাররা।

বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ

এবার বিশ্বকাপের দুই আয়োজক ভারত ‘এ’ গ্রুপে ও শ্রীলঙ্কা ‘বি’ গ্রুপে আছে। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্বাগতিক ভারত মুম্বাইয়ে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ও পাকিস্তান কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি হবে কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি ।

সম্প্রতি নারী ওয়ানডে বিশ্বকাপ হাইব্রিড মডেলে হয়েছে। পাকিস্তানের মেয়েরা ভারতে আসেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপও সেভাবেই হবে। পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। সে কারণে দুটি সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু ভারতে রাখা হলেও পাকিস্তান উঠলে সেই ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

এবার ভারতের ৫টি ও শ্রীলঙ্কার ৩টি ভেন্যুতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ভারতের কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ, দিল্লি ও চেন্নাই এবং শ্রীলঙ্কার কলম্বো, ক্যান্ডি ও গল এবার বিশ্বকাপ আয়োজন করবে।

টোয়েন্টি বিশ্বকাপের সূচি:

‘এ’ গ্রুপ: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র
‘বি’ গ্রুপ: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান
‘সি’ গ্রুপ: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি
‘ডি’ গ্রুপ: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও  কানাডা

বাংলাদেশ দলের ম্যাচ:

৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা, সন্ধ্যা ৭টা ৩০)

৯ ফেব্রুয়ারি: বাংলাদেশ-ইতালি (কলকাতা, সকাল ১১টা ৩০)

১৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ-ইংল্যান্ড (কলকাতা, বিকেল ৩টা ৩০)

১৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ-নেপাল (মুম্বাই, সন্ধ্যা ৭টা ৩০)

সেমিফাইনাল:

৪ মার্চ: প্রথম সেমিফাইনাল, কলকাতা বা কলম্বো (সন্ধ্যা ৭টা ৩০ ) (শ্রীলঙ্কা বা পাকিস্তান না উঠলে কলকাতায়)
৫ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল, মুম্বাই (সন্ধ্যা ৭টা ৩০ ) (ভারত উঠলে এই ম্যাচটিই খেলবে)

ফাইনাল:
মার্চ: আহমেদাবাদ (পাকিস্তান উঠলে কলম্বো)

Exit mobile version