টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে লিটন যে পরিকল্পনা করছেন

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন

আগামী বছর ফেব্রুয়ারিতে মাঠে গড়বে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ দলের আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে বিশ্বকাপ প্রস্তুতি নেবে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস আজ এক অনুষ্ঠান গিয়ে জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা।

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্যই টি-টোয়েন্টি সিরিজ শেষ করা বাংলাদেশের সামনে এখন প্রস্তুতি বলতে শুধু বিপিএল। আজ রাজধানী উত্তরার একটি স্কুলের স্পোর্টস ডে-তে উপস্থিত হয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বিশ্বকাপ ভাবনা জানিয়েছেন।

অনুষ্ঠানে লিটন বলেন,‘যেখানেই খেলতে যাই না কেন, লক্ষ্য সবসময় বড় থাকে। আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। চেষ্টা থাকবে প্রতিটি ম্যাচ জিততে। কতটা সফল হব জানি না, তবে চেষ্টায় কোনো কমতি থাকবে না।’

লিটনদের বিশ্বকাপ প্রস্তুতি বিপিএল দিয়ে

২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল টি-টোয়েন্টি। এই আসরের পারফরম্যান্স বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন লিটন,‘বিপিএলও টি-টোয়েন্টি ফরম্যাটের। বিপিএলে জাতীয় দলের ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস অনেক বাড়বে।’

বর্তমানে যারা বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলছেন, তারা সবাই কি বিশ্বকাপে যাবেন? এ বিষয়ে লিটন বলেছেন,‘অভিজ্ঞতার গুরুত্ব বেশি হলেও দরজা সবার জন্যই খোলা। যারা অনেকদিন ধরে এই ফরম্যাটে খেলছে তাদের প্রাধান্যটাই বেশি। তবে যদি বিপিএলে কেউ অসাধারণ পারফর্ম করে এবং কোচ–নির্বাচকরা মনে করেন তাকে প্রয়োজন, তাহলে অবশ্যই জায়গা খোলা আছে।’

Exit mobile version