ডি ভিলিয়ার্সের সেরা তিনে কোহলি ও শুভমান গিল

নিজের সময়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। ২২ গজে তার সামনে বুঝেশুনেই বল করেছেন বিশ্বের তাবৎ বাঘা বাঘা বোলাররাও। এবারের বিশ্বকাপকে সামনে রেখে উত্তসূরী ব্যাটারদের ব্যাটে রানের ফুলঝুড়ি দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার। ভারতের ব্যাটিং সহায়ক উইকেটে দাপট দেখলেন স্বাগতিকদেরই। তার মতে তিন সেরা ব্যাটারের তিনজনই হবেন ভারতীয়।

এদের মধ্যে শুভমান গিলকে সর্বোচ্চ স্কোরার হিসেবেই দেখছেন প্রোটিয়া এই ব্যাটার। তবে তার মুগ্ধতা বিরাট কোহলি ঘিরেই। ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে ঘিরে বিরাটের বন্দনায় মেতেছেন তিনি।

ভিলিয়ার্সের মতে, এবারের বিশ্বকাপে হট ফেভারিট দল হিসেবে আলোচনায় এসেছে স্বাগতিক ভারত। ভিরাট কোহলি যে ভারতের সর্বকালের সেরাদের একজন তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তিনি। খুব স্বাভাবিকভাবেই নিজের তৃতীয় বিশ্বকাপে স্পটলাইটের আলোটা নিজের দিকেই রেখেছেন ভিরাট। স্বাগতিকদের শিরোপা জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিতে মুখিয়ে থাকবেন তিনি। কোহলি যদি ছন্দে থাকেন তবে ভারতের কাছ থেকে অন্য কোনো দল শিরোপা ছিনিয়ে নিতে পারবে না।

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের সাথে ঘনিষ্ঠতা রয়েছে ভিরাটের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সতীর্থ ছিলেন তাঁরা। এবি ডি ভিলিয়ার্স বিশ্বাস করেন এবারের বিশ্বকাপে মাঠে আগুন ঝড়ানো পার্ফরম্যান্স দেখাবেন কোহলি। তাঁর মতে বিশ্বকাপের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তিনজনের একজন হবেন তিনি।

আইসিসির যেকোনো টুর্নামেন্টেই নিজের সেরা ফর্মে থাকেন কোহলি। ভারতের বড় ম্যাচগুলোতে সেরা ক্রিকেটার হিসেবে কখনো নিরাশ করেননা তিনি। বিশ্বকাপে ২৬ ম্যাচে এক হাজারের বেশি রান করেছেন। দুই সেঞ্চুরির সাথে আছে ছয়টি হাফসেঞ্চুরি। তাই আসন্ন বিশ্বকাপে তাকে ঘিরেই সমর্থকদের আকাশচুম্বী প্রত্যাশা থাকবে।

Exit mobile version