বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানানো হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর। কিন্তু ঘোষণার একদিন পেরোতেই পিছিয়ে গেল বিপিএল শুরুর তারিখ। আরও ৭ দিন পিছিয়ে বিপিএল মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান ১৭ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও এখন সেটি হবে ২৪ তারিখ। জানা গেছে, দলগুলোকে প্রস্তুতির সময় দিতেই এ সিদ্ধান্ত।
আগামী ৩০ নভেম্বর বিপিএল নিলাম অনুষ্ঠিত হবে। ফ্র্যাঞ্চাইজিদের ব্যাংক গ্যারান্টি দেওয়া ও চুক্তির টাকা প্রদানে বিলম্ব হওয়াতে দুই দফা পেছানো হয় বিপিএল নিলামের তারিখ। তবে বুধবার চূড়ান্তভাবে নিলাম ও বিপিএল শুরু-শেষের তারিখ জানিয়ে দেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। একই সময়ে আরেক ফ্র্যাঞ্চাইজি হিসেবে নোয়াখালী এক্সপ্রেস থাকছে সেটিও জানানো হয়।
তবে একদিন পেরোতেই সেই তারিখ পিছিয়ে দিতে হয়েছে। এর কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতি নেওয়ার সুযোগ বেশি দেওয়া। নিলামের পর ক্রিকেটারদের নিয়ে দলগতভাবে নিজেদের আরও গুছিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রস্তুত করার বিষয় রয়েছে। এর মধ্যে ক্রিকেট সরঞ্জাম ছাড়াও আছে কাস্টোমাইজড জার্সি, বুট, প্যাড ইত্যাদি। কারণ নিলাম হওয়ার পরই আসলে জানা যাবে কোন কোন ক্রিকেটার খেলবেন একেকটি দলে।
নতুন সিদ্ধান্ত অনুসারে তাই বিপিএল মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর। অবশ্য শুরুটা পূর্ব ঘোষণা অনুসারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হবে এবার। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৪ ডিসেম্বর। সিলেট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফিরবে বিপিএল। পরবর্তী ম্যাচসহ শেষ পর্যন্ত বিপিএল চলবে মিরপুরেই। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।
এবার ১২তম বিপিএল আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। নিলামের জন্য ৫ শতাধিক বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেন। সেখান থেকে নিলামের জন্য চূড়ান্ত করা হয়েছে ২৫০ জনকে। সবচেয়ে বেশি শ্রীলঙ্কার ৫১ জন ও দ্বিতীয় সর্বোচ্চ পাকিস্তানের ৪৫ জন ক্রিকেটার আছেন নিলামে। আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আছেন ৩০ জন।
