তাসকিন-সাইফের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের আনুষ্ঠানিক চুক্তি

এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন তাসকিন-সাইফ

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে পারে। এবার সবচেয়ে কম ৫টি দল নিয়ে বিপিএল হবে। সব দলকে সরাসরি চুক্তিতে ২ জন করে ক্রিকেটারকে নেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অনুসারে ঢাকা ক্যাপিটালস এবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও ওপেনার সাইফ হাসানকে।

এবার একেবারে নতুন নামে খেলবে ৫টি দল। ফ্র্যাঞ্চাইজিও ৩টি নতুন, ২টি পুরনো। এর মধ্যে ঢালিউড তারকা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস আগের মালিকানাতেই খেলতে যাচ্ছে। আগেই খবর পাওয়া গিয়েছিল এই দলটিতে সরাসরি চুক্তিতে নাম লেখাচ্ছেন তাসকিন আহমেদ। পরে নাম শোনা যায় সাইফ হাসানেরও। এবার সেটিকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এ দুই তারকা ক্রিকেটারের সঙ্গে আজ (মঙ্গলবার) চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে ঢাকা ক্যাপিটালস। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্যাপিটালসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাকিব ইসলাম এবং অপারেশন ম্যানেজার কে এম আলী হোসেন রাজু। গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছেন তাসকিন, কয়েক ম্যাচে নেতৃত্বও দিয়েছেন। তবে এবার সেই দলটি নেই। তাই নতুন ঠিকানায় সহজেই এসেছেন এ পেসার। আর সাইফ খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। এবার দল বদল করলেন তিনি।

আসন্ন বিপিলের নিলাম অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। তার আগেই সরাসরি চুক্তিতে দেশি ও বিদেশি কয়েকজন ক্রিকেটারকে নেওয়ার যে অনুমোদন রয়েছে তা প্রায় সেরে ফেলেছে ৫ দলই। ২০১২ ও ২০১৩ সালের প্রথম দুটি আসরে নিলাম পদ্ধতি থাকলেও মাঝের ৯টি আসরে ছিল প্লেয়ার্স ড্রাফট। এবার সেই নিলাম পদ্ধতি ফিরছে আবার।

Exit mobile version