দশম দিন শেষে প্যারিস অলিম্পিকে চীনের সমান স্বর্ণ পদক নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দুই দেশের স্বর্ণ পদকের সংখ্যা ২১টি করে। তবে মোট পদকে এগিয়ে থাকায় শীর্ষে উঠেছে যুক্তরাষ্ট্র।
২১টি স্বর্ণ, ৩০টি রৌপ্য ও ২৮টি ব্রোঞ্জপদক জিতেছে তারা। আর সবমিলিয়ে তাদের পদক সংখ্যা ৭৯টি।
চীন আছে দুইয়ে। তাদের মোট পদক সংখ্যা ৫৩টি। এশিয়ার দেশটি ২১টি স্বর্ণের পাশাপাশি ১৮টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ জিতেছে।
স্বাগতিক ফ্রান্স আছে তৃতীয় স্থানে। তাদের অর্জন ১৩টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জসহ ৪৮ পদক।
১৩টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জসহ ৩৩ পদক নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া।
এবারের আসরে সর্বনিম্ন যেকোনো একটি পদক পেয়েছে এমন দেশের সংখ্যা এপর্যন্ত ৬৬টি।