দাবাড়ু জিয়ার পরিবারের পাশে তামিম

বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন তার পরিবার। দেশের দাবা অঙ্গনের এই কিংবদন্তি খেলোয়াড়ের একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার জিয়া ও স্ত্রী লাবণ্য, তাঁর প্রস্থানের পর থেকে আর্থিক সংকটসহ মানসিক বিপর্যয়ে ছিলেন। ক্রীড়াঙ্গনের অনেকে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ পায়নি। তবে এবার এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

জিয়াউর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকা প্রদান করেছেন তামিম। এ সহায়তা ছাড়াও যে কোনো সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে জিয়ার স্ত্রী লাবণ্য জানান, “তামিম আমাকে বললেন যে কোনো সমস্যায় যেন আমি তার সাথে যোগাযোগ রাখি। তাহসিনকে পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যেতে উপদেশ দিয়েছেন তিনি। তামিম বললেন, পাঁচ লাখ টাকা দিয়ে তিনি সহায়তা করছেন, তবে এটি কিছুই না, জিয়ার অবদানের তুলনায় কিছুই না।”

তামিমের এ সহযোগিতায় মুগ্ধ লাবণ্য বলেন, “তামিম ভাই খুব ভালো মানুষ। তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন, উপদেশ দিয়েছেন, তা আমাকে মুগ্ধ করেছে।”

তামিমের সহায়তার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও সহায়তার আশ্বাস এসেছে। লাবণ্য জানান, বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন আবেদন জমা দেওয়ার জন্য বলেছেন। তাহসিনের আসন্ন টুর্নামেন্টে বিসিবি সহায়তা করতে চায়।

উল্লেখ্য, তাহসিন তাজওয়ার জিয়া একজন প্রতিশ্রুতিশীল দাবাড়ু এবং ফিদে মাস্টার। বাবার স্বপ্ন ছিল তাকে সুপার গ্র্যান্ডমাস্টার হিসেবে দেখার। বাবার স্বপ্ন পূরণে এ সহায়তাগুলো তাদের জন্য বিশেষ প্রেরণা হয়ে থাকবে।

Exit mobile version