এএফসি কাপ ফুটবলে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের কাছে ৩-১ গোলের হারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিলো বসুন্ধরা কিংসের। দ্বিতীয় ম্যাচে ভারতের ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে রেস থেকে ছিটকে যাওয়া ঠেকিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, বিপিএলের চারবারের চ্যাম্পিয়নরা।
৫ ম্যাচের রোমাঞ্চে কিংসের পক্ষে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন। অন্য গোলটিও করেন আরেক ব্রাজিলিয়ান মিগুয়েল ফিগুয়েইরা।
শৃঙ্খলাভঙ্গের দায়ে গুরুত্বপূর্ণ পাঁচ খেলোয়াড়কে সাময়িক নিষিদ্ধ করে এই ম্যাচে খেলতে নেমেছিলো বসুন্ধরা কিংস। গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মন, স্ট্রাইকার শেখ মোরসালিন, তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেনকে ছাড়া মাঠে নামে অস্কার ব্রুজোনের শিষ্যরা।
ম্যাচের ১৯ মিনিটে স্বাগতিক সমর্থকদের নিস্তব্ধ করে দেন ওড়িশার ব্রাজিলিয়ান স্ট্রাইকার দিয়েগো মরিসিও দি ব্রিতো। খেলার ধারার বিপরীতে গোল খেলে কিংস অ্যারেনা পুরো নিস্তব্ধ হয়ে যায়। অবশ্য পিছিয়ে পড়েই ম্যাচের নিয়ন্ত্রন নেয় রবসন রবিহনহোরা। ২৪ মিনিটে উজবেকিস্তানের ববুরবেক ইউলদাশোভের থ্রু পাস দেন দরিয়েলতনকে। কিন্তু তিনি যে মিসটি করেন তা বিশ্বাস করা কঠিন। এর তিন মিনিট পর রবসন দা সিলভার বাড়ানো বলটাও রাকিব হোসেন ধরতেই পারেননি। এর পরের দশ মিনিটও গোল মিসের মহড়া দিয়েছেন স্বাগতিক দলের ফুটবলাররা। রবসন, দরিয়েলতন একের পর মিস করে রাজ্যের হতাশা উপহার দেন স্বাগতিক দর্শকদের।
৩৮ মিনিটে প্রতীক্ষার অবসান ঘটে। রবসনের ক্রস ওড়িশা এফসির গোলরক্ষক ফিরিয়ে দিলেও হেডে কিংসকে এগিয়ে দেন মিগুয়েল। ৪৫ মিনিটে ব্যবধান বাড়ান দরিয়েলতন। বিশ্বনাথের থ্রু থেকে রাকিবের ক্রসকে গোলে পরিণত করেন ব্রাজিলিয়ান রিক্রুট দরিয়েলতন। কিংসের এই স্ট্রাইকার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শারজাহ এফসি ও এএফসি কাপে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষেও সহজ সুযোগ নষ্ট করেছিলেন।
৫৪ মিনিটে ম্যাচে নিজের জোড়া গোল তুলে নিয়ে জার্সি খুলে উল্লাসে মাতেন দরিয়েলতন। লুকাতে পারেননি হলুদ কার্ড পাবেন জেনেও গোলখরা কাটানোর আনন্দ।
৫৭ মিনিটে জাপানি ফুটবলার সাকামতোর ক্রস থেকে মাওয়ামিং থাঙ্গার হেড বারে লাগলে বেঁচে যায় বসুন্ধরা। কিন্তু ৬৬ মিনিটে দ্বিতীয় গোল তুলে নেয় ওড়িশা। জিকোর যায়গায় গোলপোস্ট সামলানোর দায়ীত্বে থাকা মেহেদী হাসানকে পরাস্ত করে ব্যবধান কমান জেরি লালনিরজুয়ালা। পরে জোড়া গোলবঞ্চিত হয় বসুন্ধরা কিংস। গোলবার বাধা হয়ে দাঁড়ায় তাদের সামনে। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে অস্কার ব্রুজোনের ছেলেরা।
কিংস তাদের তৃতীয় ম্যাচ খেলবে আগামী ২৪ অক্টোবর কোলকাতার মোহনবাগানের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে।