দেশে ফিরলেন সলিডারাটি গেমসে রৌপ্য বিজয়ী খইখই

রৌপ্য জয়ী খই খই সাই মারমাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ

সৌদি আরবের রিয়াদে গৌরবময় সাফল্য পেয়েছেন খই খই সাই মারমা। মিশ্র দ্বৈতের টেবিল টেনিসে জিতেছেন রৌপ্য পদক। তার সঙ্গী ছিলেন মোঃ জাভেদ আহমেদ। ফাইনালে তারা কঠিন প্রতিপক্ষ তুরস্কের কাছে হেরে যান। ইসলামিক সলিডারিটি গেমস আসরে এবার রৌপ্য জয়ের গৌরব নিয়ে আজ দেশে ফিরেছেন খই খই। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ টিটি দলেরই সহযোগী রামহিম লিয়ন বম। তাদের বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কর্মকর্তারা।

ইসলামিক সলিডারিটি গেমসে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পরই পদক পাওয়া সুনিশ্চিত হয়। তখনই এই সাফল্য বয়ে আনার জন্য জাভেদ ও খই খই উভয়েকে ২৫ হাজার টাকা করে অর্থ পুরষ্কার ঘোষণা করেন বাংলাদেশ টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক। তখনই জানানো হয় রৌপ্য জিততে পারলে পুরষ্কারের অর্থ দ্বিগুন হবে।

পুরষ্কারের অর্থ দ্বিগুন করেছেন জাভেদ ও খই খই জুটি। সেমিতে বাহরাইনকে ৩-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠার মাধ্যমে তারা সেই উদ্ভাসিত সাফল্য পান। সেই সঙ্গে দেশকেও গর্বিত করেছেন এ দুই টিটি খেলোয়াড়।

সৌদি আরব থেকে পদক নিয়ে দেশে ফিরলেন খই খই সাই মারমা (ডানে), সঙ্গে ছিলেন আরেক সহযোগী খেলোয়াড় রামহিম লিয়ন বম (বামে)।

আজ বিকেল সাড়ে ৩টায় খই খই সাই মারমা দলের অপর সহযোগী রামহিম লিয়ন বমসহ দেশে ফেরেন। তাঁকে এয়ারপোর্টে সাদরে গ্রহণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের প্রথম সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর সুমন, ফেডারেশনের সদস্য সুজন মাহমুদ  ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ । বাংলাদেশ প্রতিনিধি দলের বাকি ৫ সদস্য পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন।

Exit mobile version