দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আগামী পাঁচ সেপ্টেম্বর শুরু হচ্ছে বিশ্বকাপের ময়দানী লড়াই। এর আগে বিশ্বকাপের দশটি দলই দুইটি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। এর আগে একটি করে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছে দলগুলো। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এর আগে এই মাঠেই নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আয়েশী জয় পেয়েছে বাংলাদেশ। ৪৮ বল বাকী থাকতেই ৭ উইকেট হাতে রেখে শ্রীলঙ্কার দেয়া ২৬৪ রানের টার্গেটে পৌছে যায় টাইগাররা। অন্যদিকে প্রথম ম্যাচে একই মাঠে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিলো স্বাগতিক ভারত। টস হলেও বৃষ্টিতে ম্যাচটি পরিত্যাক্ত হয়।

গত মাসে দুইটি ওয়ানডে সিরিজ জয় করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জয় তাদের। আয়ারল্যান্ডের বিপক্ষেও তিন ম্যাচ সিরিজ তারা জিতে নিয়েছে ১-০ ব্যবধানে। বাকি দুই ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যাক্ত হয়।

সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফল আশানুরুপ না হলেও সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় বিশ্বকাপে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছে। এছাড়াও প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় দলে যোগাচ্ছে বাড়তি অনুপ্রেরণা। আজ ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল মিশন শুরু করায় চোখ থাকবে লাল-সবুজদের।

আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ইংল্যান্ড। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ অক্টোবর। প্রথম ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ আফগানিস্তান।

Exit mobile version